For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজয়ী কপিল-ধোনিকে ছেড়ে সৌরভকেই কেন সেরা বললেন দেশের প্রাক্তন স্পিনার?

বিশ্বজয়ী কপিল-ধোনিকে ছেড়ে সৌরভকেই কেন সেরা বললেন দেশের প্রাক্তন স্পিনার?

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ জয়ী কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনি নন, সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেশের অধিনায়ক বাছলেন প্রাক্তন স্পিনার মনিন্দর সিং। কোনও রাখঢাক না রেখে বললেন, মহারাজ প্রেক্ষাপট তৈরি করেছিল বলেই ২০১১-এর বিশ্বকাপ জিততে পেরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। বিসিসিআই সভাপতির প্রশংসায় ঠিক কী কী বলেছেন দেশের প্রাক্তন স্পিনার।

কেন সৌরভ সেরা

কেন সৌরভ সেরা

অনভিজ্ঞ টিম ইন্ডিয়াকে ২০০৩ বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইনালের প্রতিপক্ষ দুর্ধর্ষ অস্ট্রেলিয়া না হলে সেবারও ট্রফি হয়তো ভারতই জিতত বলে মনে করেন প্রাক্তন স্পিনার মনিন্দর সিং। তাতেও তিনি দেশের ক্রিকেট অধিনায়ক হিসেবে মহারাজকেই এগিয়ে রেখেছেন। মনিন্দরের দাবি, ২০১১-এর বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের নায়কদের খুঁজে বের করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। এক দশক আগে যুবরাজ সিং, জাহির খান, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগের মধ্যে দাদা ভবিষ্যত দেখেছিলেন বলে মনে করেন মনিন্দর সিং। তাঁর মতে, সৌরভের দূরদর্শীতা পরিপূর্ণতা পেয়েছিল।

ধোনি ভাগ্যবান

ধোনি ভাগ্যবান

ভারতকে ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ দেওয়া মহেন্দ্র সিং ধোনি ভাগ্যবান বলে মনে করেন মনিন্দর সিং। মাহির কৃতিত্ব ছোট না করে দেশের হয়ে ৩৫টি টেস্ট ও ৪৯টি ওয়ান ডে খেলা প্রাক্তন স্পিনার সাফ জানিয়েছেন, বিশ্বজয়ী দল তৈরি করে দিয়ে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। টিম ইন্ডিয়া যে বিশ্বের যে কোনও মাঠে এবং পরিবেশে সফল হতে পারে, সেই ধারণার আমদানি মহারাজের মাধ্যমেই ঘটেছে বলে মনে করেন মনিন্দর সিং।

ক্রিকেটকে ভালোবাসতে শিখেয়েছেন কপিল

ক্রিকেটকে ভালোবাসতে শিখেয়েছেন কপিল

মনিন্দর সিংয়ের দাবি, ১৯৮৩ সালে কপিল দেবের হাত ধরে বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটকে পরিণত হতে শিখিয়েছে। ওই ঘটনার পর দেশের ক্রিকেট প্রেমীদের মনে ক্রিকেটের প্রতি বিশ্বাস জন্মায়। কোনও এক জায়গায় কপিল ও ধোনির কৃতিত্বকে একই স্তরে রেখেছেন মনিন্দর সিং। তবে তাঁদের থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কেই এগিয়ে রেখেছেন দেশের প্রাক্তন স্পিনার।

অধিনায়ক বিরাটও সফল হবেন

অধিনায়ক বিরাটও সফল হবেন

মনিন্দর সিং মনে করেন, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। বর্তমান ভারতীয় দলের মধ্যে বড় টুর্নামেন্ট জেতার সব উপাদান রয়েছে বলেও মনে করেন দেশের প্রাক্তন স্পিনার।

English summary
Former spinner Maninder Singh picks Sourav Ganguly as the best Indian captain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X