For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের চারটি সেরা ম্যাচ

আইপিএলে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের চারটি সেরা ম্যাচ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জন্য একবার স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। একই কারণে আরও একবার স্থগিত কিংবা বাতিল হয়ে যেতে পারে টুর্নামেন্ট। তারই মধ্যে দেখে নেওয়া যাক আইপিএলের দুই সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের পাঁচটি সেরা ম্যাচ।

২০১১-র আইপিএল

২০১১-র আইপিএল

ম্যাচে আগে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল মুম্বই ইন্ডিয়ান্স। ৮৭ রান করেছিলেন রোহিত শর্মা। ৭১ রান করে অপরাজিত ছিলেন সুব্রমানিয়ান বদ্রীনাথ। জবাবে চেন্নাই সুপার কিংসের শুরুটা দুর্দান্ত হয়েছিল। ১২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৯৮ রানে পৌঁছে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির দল। কিন্তু হরভজন সিং-র পাঁচ উইকেট (এক ওভারে ৩) সব হিসেব পাল্টে দিয়েছিল। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানেই আটকে গিয়েছিল সিএসকে। শেষ বলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল।

আইপিএল ২০১৩

আইপিএল ২০১৩

জ্যাম প্যাকড ইডেন গার্ডেন্সে হওয়া ওই আইপিএল ফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছিল রোহিত শর্মা শিবির। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩২ বলে ৬০ রান করেছিলেন কাইরন পোলার্ড। জবাবে তীব্র ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় চেন্নাই সুপার কিংস। মাত্র ৩৯ রানে ৬, ৫৭ রানে ৭ এবং ৯৯ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা দলকে লড়াইয়ে ফেরানোর মরিয়া চেষ্টা করেছিলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৪৫ বলে ৬৩ রান করেও তিনি ম্যাচ বাঁচাতে পারেননি। মু্ম্বই ইন্ডিয়ান্সের কাছে ২৩ রানে ওই ফাইনাল হারতে হয়েছিল চেন্নাই সুপার কিংস-কে। রোহিত শর্মার দলের হয়ে ২টি করে উইকেট নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা, মিচেল জনসন ও হরভজন সিং।

আইপিএল ২০১৪

আইপিএল ২০১৪

আগে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের সামনে ১৬৬ রানের লক্ষ্য খাড়া করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে ম্যাচের ১৫তম ওভারেই ১০৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল সিএসকে। কিন্তু ক্যারিবিয়ান অল রাউন্ডার ডোয়াইন ব্রাভোর ৩০ বলে ৬৮ রানের নায়কোচিত ইনিংস পাশা পাল্টে দিয়েছিলেন। শেষ ওভারে ১ উইকেটে ম্যাচ জিতেছিল সিএসকে। ম্যাচে সাতটি ছক্কা হাঁকিয়েছিলেন ব্রাভো।

২০১৯ আইপিএল ফাইনাল

২০১৯ আইপিএল ফাইনাল

২০১৯ আইপিএল ফাইনালের শেষ ওভারে ৯ রান করতে হত চেন্নাই সুপার কিংসকে। শেষ ওভারে অভিজ্ঞ লাসিথ মালিঙ্গার হাতে বল তুলে দিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। ওই ওভারে মাত্র ৭ রান দেন শ্রীলঙ্কার ফাস্ট বোলার। ম্যাচ মাত্র ১ রানে জিতেছিল এমআই।

English summary
Four best Chennai Super Kings vs Mumbai Indians matches from IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X