For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০ ওভারে ৫০০ রান অসম্ভব নয়, ২০১৯-এর বিশ্বকাপ কৃতিত্ব ছুঁতে যাদের দিকে তাকিয়ে

বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে ব্যাটসম্যানদের কাছে সহজ করে তোলা হয়েছে। খেলাটা যেহেতু রানের, তাই রানের বন্যা বইয়ে দিতে বোলারদের বধ্যভূমি করে তোলা হয়েছে পিচকে।

Google Oneindia Bengali News

বিশ্ব ক্রিকেটে, বিশেষ করে ওয়ান ডে ফরম্যাটে ব্যাটসম্যানদের কাছে সহজ করে তোলা হয়েছে। খেলাটা যেহেতু রানের, তাই রানের বন্যা বইয়ে দিতে বোলারদের বধ্যভূমি করে তোলা হয়েছে পিচকে। ফলে সহজেই ৩৫০ রান তুলে ফেলছে টিম। এখন ৪০০ রানও নিরাপদ নয় জেতার জন্য। এই অবস্থায় ওয়ানডেতে কোনও টিম যে কোনও দিন ৫০০ রান করতে পারে।
এখন দেখার কোন চার দলের সবথেকে বেশি সম্ভাবনা।

ভারত

ভারত

এবার বিশ্বকাপে ভারত সবথেকে শক্তিশালী টিম। ভারতের ওপেনিং ও মিজল অর্ডারে যে সব ব্যাটসম্যান আছেন, তাঁরা জ্বলে উঠলে, যে কোনওদিন বড় স্কোর করতে পারেন। সব ঠিকঠাক লেগে গেলে এবারই বোর্ডে ৫০০ রানের স্কোর তুলে ফেলতে পারে ভারত। ভারতীয় ক্রিকেটারদের অধিকাংশেরই ডেথ ওভারে দ্রুতগতিতে রান তোলার ক্ষমতা রয়েছে। উপরের তিনজনের একজন রয়ে গেলে, আর তাঁদের সঙ্গে যদি ধোনি বা হার্দিক পান্ডিয়া ক্লিক করে যান, তবে ৫০০ পার হওয়া অস্বাভাবিক নয়।

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া

২০১৮ সালটা অস্ট্রেলিয়ার কাছে খারাপ গিয়েছে ঠিকই। কিন্তু ২০১৯-এ তারা আবার ফিরে এসেছে স্বমহিমায়। ওয়ান্রার আর স্মিথেক অন্তর্ভুক্তি ফের বদলে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ভারত ও পাকিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথ ছাড়া তারা এই কঠিন সিরিজ জিতেছে। এর আগে বিশ্বকাপ ফাইনালে ৩৫০ রান করে ভারতে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই সেরা ব্যাটসম্যান দলে ফিরে আসায় তারা আরও শক্তিশালী। ডেভিড ওয়ার্নার যদি আগুন ঝরাতে পারেন, তবে বোলারদের হাল খারাপ হতে পারে। একইসঙ্গে বোর্ডে ৫০০ রানও উঠে যেতে পারে।

ইংল্যান্ড

ইংল্যান্ড

২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ড কোয়ার্টার-ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছিল। কিন্তু তারপর থেকে ইংল্যান্ড দুর্ধর্ষ ফর্মে। ইংল্যান্ডের ওয়ানডে টিমে এমন কয়েকজন রয়েছেন, যাঁরা চলতে শুরু করলে ৫০০ রান তুলে ফেলা অস্বাভাবিক নয়। এমন সম্ভাবনা আগেও তৈরি হয়েছিল। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল ইংল্যান্ড। এক পর্যায়ে মনে হয়েছিল ইংল্যান্ড ৫০০ রানের গণ্ডি ছাড়িয়ে যাবে। কিন্তু তা হয়নি। ইংল্যান্ড এ পাকিস্তানের সিরিজেও রানের বন্যা বয়ে গিয়েছে। এবার বিশ্বকাপে পিচ যদি একই রকম হয় তবে ওয়ানডে ক্রিকেটে ৫০০ রানের সাক্ষী থাকতে পারে এই বিশ্বকাপই।

ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ

সীমিত ওভারের টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিয়ানরা এখনও বিধ্বংসী। এবারের যা টিম, তাতে ওয়েস্ট ইন্ডিজ কবে কী করে দেবে তা বোঝা দায়। গেইল থেকে শুরু করে রাসেল, হেটমার, ব্রেথওয়েটদের ব্যাটে ঝড় উঠলে, সেই ঝড় কোথায় গিয়ে থামবে, তা বোঝা কঠিন। আইপিএলে তো রাসেল-পোলার্ডরা রানের বন্যা বইয়েছেনই, তারপর বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজ ৪০০-র বেশি রান করেছে। এবারের বিশ্বকাপের সংস্করণ অতীতের গৌরব ফিরিয়ে আনতে পারেন গেইল, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেলরা।

English summary
Four teams likely to breach over 500 runs in ODI in 2019 World Cup. This possibility is most of India, Australia, England and West Indies,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X