For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বন্ধুত্বের দিবসে ছোটবেলার বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট সচিনের, ধোনিকে নিয়ে আবেগে ভাসলেন রায়না

বন্ধুত্বের দিবসে ছোটবেলার বন্ধুদের সঙ্গে ছবি পোস্ট সচিনের, ধোনিকে নিয়ে আবেগে ভাসলেন রায়না

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা নিয়ে আতঙ্ক। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বেগ আরও বাড়ছে। এর মাঝেই আজ অগাস্টের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে। বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝেই আজ এই ফেন্ডশিপ ডে উপলক্ষ্যে প্রিয় বন্ধুর ছবি, ভিডিও পোস্ট করে কয়েক মুহূর্তের জন্য আনন্দ ভাগ করে নিচ্ছে সবাই। বন্ধুত্বের দিবসে আনন্দ ভাগ করে নিলেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরও।

ফ্রেন্ডশিপ ডে'তে সচিনের টুইট

ফ্রেন্ডশিপ ডে'তে সচিনের টুইট

বছরে মাত্র একটা দিন বন্ধুত্বের জন্য বরাদ্দ থাকা কম পড়ে যায়। সকলের মতো ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর এমনটা মনে করেন। রবিবার, ফ্রেন্ডশিপ ডে'র সকালে টুইটারে একটি পোস্ট দিয়ে সে কথা বুঝিয়ে দিলেন লিটল মাস্টার।

টুইটে যা লিখলেন সচিন

টুইটে যা লিখলেন সচিন

বন্ধুত্বের দিবসে টুইটে সচিন লিখেছেন, 'বন্ধুত্ব হল ক্রিকেট মাঠে ফ্লাডলাইটের মতো। ওরা তোমার সাফল্যে দূরে একটা কোণে দাঁড়িয়ে উপভোগ করবে। কিন্তু যদি ওরা মনে করে, তোমার মাথার ওপর সূর্য ডুবছে, তখন ওরা নিজেরা জ্বলে তোমাকে আলো দেয়। আমার জন্য প্রত্যেক দিন বন্ধুত্ব দিবস।'

‌নস্ট্যালজিক সচিন

‌নস্ট্যালজিক সচিন

এই টুইটের সঙ্গে ছোটবেলায় বন্ধুদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন সচিন। ছবিটি দুষ্প্রাপ্য বলা চলে। এই প্রথম বন্ধুদের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন সচিন।

বন্ধুত্বের দিনে ধোনিকে নিয়ে লিখলেন রায়না

বন্ধুত্বের দিনে ধোনিকে নিয়ে লিখলেন রায়না

ভারতীয় ক্রিকেটে মাঠে ও মাঠের বাইরে ধোনি-রায়নার বন্ধুত্ব শোলে সিনেমার জয়-বীরুর মতো। দুই মহারথী একসঙ্গে ভারতীয় ক্রিকেটকে বহু ম্যাচ জিতিয়েছেন। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ে দুই ক্রিকেটারদের অবদান অনশ্বীকার্য। এদিন বন্ধুত্বের দিবসে বন্ধু ধোনির সঙ্গে কাটানো মুহূর্তে স্মরণ করলেন রায়না। টুইটে বাঁ-হাতি ব্যাটমস্যান লিখেছেন, 'ধোনি ভাই, আমার কাছে শুধু একজন বন্ধু নয়। মাহি আমার মেন্টর, কঠিন সময়ে জীবনে পথ চলার জীবন্ত অনুপ্রেরণা। ধোনিভাইয়ের জন্য বন্ধুত্বের দিবসে শুভেচ্ছা রইল।'

ভারতীয় ক্রিকেটে অতিমারীর প্রভাব অক্টোবরে সবচেয়ে বেশি বোঝা যাবে, কেন বললেন প্রাক্তন অধিনায়কভারতীয় ক্রিকেটে অতিমারীর প্রভাব অক্টোবরে সবচেয়ে বেশি বোঝা যাবে, কেন বললেন প্রাক্তন অধিনায়ক

English summary
Friendship Day: Sachin Tendulkar Wishes, Suresh raina post special message for Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X