For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্র্যাভো থেকে তাহির, আইপিএলের চেন্নাই দলে খেলা যে ক্রিকেটাররা সিপিএলে নজর থাকবেন

১৮ অগাস্ট সিপিএলের ঢাকে কাঠি। সেপ্টেম্বরের আইপিএলের আগে মারকাটারি টি-২০ ক্রিকেটের এই টুর্নামেন্টের দিকেই ক্রিকেটবিশ্বের চোখ থাকতে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

১৮ অগাস্ট সিপিএলের ঢাকে কাঠি। সেপ্টেম্বরের আইপিএলের আগে মারকাটারি টি-২০ ক্রিকেটের এই টুর্নামেন্টের দিকেই ক্রিকেটবিশ্বের চোখ থাকতে চলেছে। আইপিএলের একাধিক ক্রিকেটারকেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে দেখা যাবে। একনজরে সিপিএলের দলে থাকা চেন্নাই সুপার কিংসের যে তিন ক্রিকেটার নজর থাকবেন, জেনে নেওয়া যাক।

ডোয়েন ব্র্যাভো

ডোয়েন ব্র্যাভো

চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সফল অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। টি-২০ ক্রিকেটে বিশ্বের সেরা পাঁচ অলরাউন্ডারের মধ্যে তাঁকে রাখা হয়। সব ধরনের টি-২০ প্রতিযোগিতা মিলিয়ে ব্র্যাভো ৪৫৫ ম্যাচ খেলেছেন। নামের পাশে ছয় হাজারের বেশি রান ও ৪৯৭ উইকেট। দেশের হয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে চেন্নাই ফ্রাঞ্চাইজিতে খেললেও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডানহাতি অলরাউন্ডার শাহরুখের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্সে খেলেন। শেষ মরসুমে চোটের জন্য খেলা হয়ে ওঠেনি। তাঁর বদলে জাতীয় দলে ব্র্যাভোর সতীর্থ পোলার্ডকে নেতা বেছেছিল নাইটরা। এবারও পোলার্ডের কাঁধেই দায়িত্বে দেওয়া হচ্ছে। ৩৬ বছরের তারকা অলরাউন্ডার আইপিএলের আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে কেমন পারফর্ম্যান্স করে সেটাই এখন দেখার।

মিচেল স্যান্টনার

মিচেল স্যান্টনার

সিপিএলে বার্বাডোজ ত্রিডেন্স দলের হয়ে খেলেন মিচেল স্যান্টনার। ইনিও অলরাউন্ডার। তবে ব্যাটের থেকে বলে বেশি নজর কাড়তে সক্ষম বাঁ-হাতি। নিউজিল্যআন্ডের স্পিনার অতীতে চেন্নাইয়ের জার্সিতে সাফল্য পেয়েছেন। ফ্রেব্রুয়ারিতে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার পর করোনা ধাক্কায় মার্চ থেকে মাঠে নামার সুযোগ পাননি স্যান্টনার। ফলে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকার পর সিপিএল দিয়ে আইপিএলের আগে নিজেকে ঝালিয়ে নিতে পারেবেন কিউয়ি ক্রিকেটার।

ইমরান তাহির

ইমরান তাহির

তারকা লেগ স্পিনার বরাবরই চেন্নাইয়ের স্ট্রাইক বোলার। প্রতিপক্ষের বিরুদ্ধে সমস্যায় পড়লে ইমরান তাহিরকে বোলিংয়ে এনে উইকেট তুলে নেন ধোনি। মাহির দলের পছন্দের এই স্পিনার সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স দলের হয়ে খেলেন। ২০২০ সালে চেন্নাই জার্সিতে মাঠে নামার আগে তাঁর সিপিএল পারফর্ম্যান্সের দিকে তাকিয়ে ক্রিকেটফ্যানেরা।

১৫ অগাস্ট থেকে ট্রেনিং

১৫ অগাস্ট থেকে ট্রেনিং

প্রসঙ্গত ২১ অগাস্ট আমিরশাহী উড়ে যাওয়ার আগে ১৫ অগাস্ট থেকে চেন্নাইয়ে চিপকে ছয় দিনের শিবির করার পরিকল্পনা করেছে সিএসকে। ধোনির ভাবনাতেই দেশের মাঠে ছয় দিন প্রস্তুতি সেরে আমিরশাহী উড়ে যাবে চেন্নাই।

আইপিএল ২০২০ : আরবে কত জন নেট বোলারকে নিয়ে যাচ্ছে কেকেআর ও সিএসকে?আইপিএল ২০২০ : আরবে কত জন নেট বোলারকে নিয়ে যাচ্ছে কেকেআর ও সিএসকে?

English summary
From dwayne bravo to imran tahir,3 Csk Cricketers who will be in focus in CPL2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X