For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কপালে টিপ, মাথায় ঘোমটা! কেন এমন সাজে গৌতম গম্ভীর

সমাজসেবা মূলক কাজে তাঁর বিভিন্ন পদক্ষেপ বহুবার প্রশংসিত হয়েছে। আর এবার সমকাম নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে সমর্থনে এগিয়ে এলেন এই ভারতীয় ক্রিকেটার।

  • |
Google Oneindia Bengali News

শহিদ সেনা জওয়ানের সন্তানের পড়াশোনার দায়িত্বভার হোক, কিংবা ২২ গজে প্রতিযোগী পাক ক্রিকেটারকে চোখ রাঙানি হোক,... গৌতম গম্ভীর বিভিন্ন সময়ে উঠে এসেছেন খবরোর শিরোনামে। সমাজসেবা মূলক কাজে তাঁর বিভিন্ন পদক্ষেপ বহুবার প্রশংসিত হয়েছে। আর এবার সমকাম নিয়ে সুপ্রিমকোর্টের রায়ে সমর্থনে এগিয়ে এলেন এই ভারতীয় ক্রিকেটার।

কপালে টিপ, মাথায় ঘোমটা! কেন এমন সাজে গৌতম গম্ভীর

জার্সি গায়ে মাথায় হেলমেট আর হাতে ব্যাট নিয়ে তাঁকে দেখতেই সকলে অভ্যস্ত। তবে এবার দৃশ্য এক্কেবারে আলাদা। মাথায় ওড়না দিয়ে ঘোমটা, কপালে টিপ! অবাক লাগলেও ,এই সাজেই নয়া দিল্লির এক অনুষ্ঠানে নিজেকে তুলে ধরেন ক্রিকেট তারকা গৌতম গম্ভীর। 'হিজরা হেব্বা' সংগঠনের সপ্তম বর্ষের অনুষ্ঠান উদ্বোধনে এসে এমন সাজের মধ্য দিয়ে তিনি সমকামিতা নিয়ে সুপ্রিমকোর্টের রায়কে সমর্থন জানিয়েছেন। উল্লেখ্য়, এবছর এই অনুষ্ঠানেরক থিম ছিল 'বর্ন দিস ওয়ে', সেই থিমকে যেন আরও খানিকটা উস্কে দিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

কপালে টিপ, মাথায় ঘোমটা! কেন এমন সাজে গৌতম গম্ভীর

প্রসঙ্গত, এই অনুষ্ঠানে বৃহন্নলারা একজোট হন। তাঁদের বিভিন্ন সমস্যার কথা তাঁরা এই ফোরামে আলোচনা করেন। এমন এক অনুষ্ঠানে এক্কেবারে অন্য রূপে নিজেকে তুলে ধরে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন গৌতম। পাশাপাশি তাঁর এই পদক্ষেপ প্রশংসিতও হয়।

English summary
Former India cricketer Gautam Gambhir recently attended the inauguration of the seventh edition of Hijra Habba in New Delhi. The cricketer who always stands up for a cause and voices his opinion over Indo-Pakistan diplomacy was spotted donning a saree and a bindi while supporting the transgenders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X