For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণেশ চতুর্থী - সামিল শচিন, কুম্বলে, পুজারারা, শুভেচ্ছা জানালেন জন্টি রোডসও, দেখুন

গণেশ চতুর্থীর উৎসবে সামিল প্রাক্তন ও বর্তমান, এমনকী বিদেশী ক্রিকেটাররাও। টুইটারে তাঁরা সকলেই শুভেচ্ছা বার্তা দিলেন।
 

  • |
Google Oneindia Bengali News

সারা দেশে বাড়িতে দোকানে সর্বত্র ধুমধাম করে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ভগবান গণেশের জন্মদিন উপলক্ষ্যে তিথিটিকে উদযাপন করা হয়। গণেশকে মনে করা হয় সিদ্ধিদাতা। তাই যে কোনও শুভ সূচনাতেই তাঁকে পূজা করা হয়। বাধা বিঘ্ন দূর করার জন্য তাঁর শরণাপন্ন হন বহু মানুষ। এছাড়া তিনি জ্ঞান ও বোধের দেবতাও বটে।

ভারতের ক্রিকেট দল সদ্য ইংল্যান্ডের কাছে ৪-১ ফলে হেরেছে। তাই ভারতেরও একটা নতুন শুরুর প্রয়োজন। গণেশ চতুর্থীর দিনটিতে অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেট তারকাই শুভেচ্ছা জানালেন টুইটারে। আইপিএল-এর দৌলতে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে অবহিত এখন অনেক বিদেশী ক্রিকেটারও। জন্ডি রোডস-এর মতো কয়েকজন বিদেশী তারকাও গণেশ চতুর্থী শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক এরকম কিছু শুভেচ্ছা বার্তা।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এই ছবিটিই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দুজনে।

চেতেশ্বর পুজারা

সদ্য সমাপ্ত ইংল্যান্ড বনাম ভারত টেস্ট সিরিজে ভারতের মিডল অর্ডার অনেকটাই ভরসা করেছিল তাঁর উপর। কিন্তু সাউদাম্পটন টেস্টের সেঞ্চুরি-সহ একটি-দুটি ইনিংস ছাড়া সেই প্রত্য়াশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। গণেশ চতুর্থীতে তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

তাঁদের সঙ্গে দেখা যাচ্ছে বলিউডের আর এক সেরা অভিনেত্রী অনুষ্কা শর্মাকেও।

আজিঙ্কা রাহানে

সাউদাম্পটন টেস্টের দ্বিতীয় ইনিংসে ফর্মে ফিরেছিলেন রাহানে। ওভাল টেস্টের প্রথম ইনিংসে ফের ব্যর্থ হন তিনি। দ্বিতীয় ইনিংসে মাটি কামড়ে পড়ে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। গণেশ চতুর্থীর দিন তিনি গণেশের আশীর্বাদ চেয়েছেন তিনি।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

পারিবারিক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা। সঙ্গে রয়েছেন রণবীরের মা নীতু সিং-ও।

করুণ নায়ার

ইংল্যান্ড সফরে নিয়ে গিয়ে তাঁকে একটি ম্যাচও খেলায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যা নিয়ে ক্ষোভ গোপন করেননি প্রাক্তনরা। বীরেন্দ্র সেওয়াগের পর ভারতের দ্বিতীয় ত্রিশতরান করা ব্যাটসম্য়ান সম্ভবত ভগবান গণেশের কাছে সমৃদ্ধি এবং অনুপ্রেরণার আশীর্বাদ চেয়েছেন।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

আগামী বছরই দুজনে বিয়ে করতে চলেছেন, জানিয়েছেন রণবীর।

শচিন তেন্দুলকার

ক্রিকেট লেজেন্ড শচিন তেন্দুলকারের বাড়িতে আজ পালিত হচ্ছে গণেশ চতুর্থী। সেই ছবি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছএন তিনি।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

বলিউডের একটি ইভেন্টে একসঙ্গে দুজনে।

ভিভিএস লক্ষণ

গণেশ চতুর্থীর দিন কাঁচা কলা ও বাঁশ দিয়ে তৈরি গোয়ার এক বিশাল গণেশের ছবি পোস্ট করেছেন ভারতের প্রাক্তন টেস্ট ব্যাটসম্য়ান ভিভিএস। জানিয়েছেন ওই কলাগুলি পেকে যাওয়ার পর আশপাশের গ্রামবাসীদের মধ্যে বিতড়ন করে দেওয়া হয়।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

মুম্বই এয়ারপোর্টে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ।

বীরেন্দ্র সেওয়াগ

সব বিষয়েই একটু ব্যতিক্রমী সেওয়াগ। সে অস্ট্রেলিয়া টেস্টে ৬ মারতে গিয়ে দ্বিশতরান খোয়ানোই হোক কী গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানানো। এদিন তাঁর পোস্টে দেখা গেল গণেশের ক্রিকেট খেলা। নাদুশ নুদুশ ভুঁড়ি নিয়ে, ধুতি-পৈতেতে সজ্জিত গণেশই সেই খেলার ব্যাটসম্যান, আবার উইকেটের পিছনে কিপারের ভূমিকাতেও গণেশ।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

'রাজনীতি' ছবিটির প্রচারের সময় দুজনে একসঙ্গে।

সুরেশ রায়না

দীর্ঘদিন হল ভারতীয় দলে নেই সুরেশ রায়না। গণেশ চতুর্থীর দিন তিনি চাইলেন গণেশের জ্ঞান।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

একটি ইন্টারভিউয়ের সময়ে তোলা ছবি।

হরভজন সিং

গণেশ চতুর্থীর পর পূজার সরঞ্জাম নদীর জলে ফেলায় পরিবেশ দূষিত হয়। সেই দূষণ এড়িয়ে পরিবেশ বান্ধব গণেশ চতুর্থী পালনের আবেদন রেখেছেন ভাজ্জি।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

'অাজব প্রেম কি গজব কাহানি' ছবির প্রচারে রণবীর ও ক্যাটরিনা।

অনিল কুম্বলে

গণেশ চতুর্থীর ঠিক আগের দিন অর্থাত তৃতীয়া তিথিতে ভারতের দত্রিণের রাজ্যগুলিতে পালিত হয় স্বর্ণ গৌরী উৎসব। কথিত আছে ওইদিন গণেশের মা গৌরী বাপের বাড়িতে আসেন। আর তার পরের দিন গণেশ আসেন তাঁকে কৈলাসে ফিরিয়ে নিয়ে যেতে। ভারতের প্রাক্তন লেগ স্পিনার তথা জাতীয় দলের কোচ অনিল কুম্বলের বাড়িতে দুই উৎসবেরই আয়োজন করা হয়েছে। সেই ছবি দিয়ে জোড়া উৎসবের শুভেচ্ছা জানান তিনি।

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

এক ফ্রেমে রণবীর-ক্যাটরিনা

অনুরাগ বসুর পরবর্তী ছবি জগ্গা জাসুসের একটি দৃশ্যে রণবীর-ক্যাট।

অমিত মিশ্র

জাতীয় দলের আরেক প্রাক্তন স্পিনার অমিত মিশ্র গণেশ চতুর্থীতে সকলের জন্য শান্তি ও সুখ কামনা করেছেন।

জন্টি রোডস

মুম্বই ইন্ডিয়ান্স দলের কোচিং টিমের সঙ্গে বেশ কয়েক বছর ধরে যুক্ত দক্ষিণ আফ্রিকার প্রাক্তন খেলোয়াড় জন্টি রোডস। মুম্বইতে থাকার সুবাদে গণেশের মাহাত্ম তাঁর অজানা নয়। এদিন গণেশের একটি ছবি দিয়ে এই বিদেশী ক্রিকেটারও সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন।

English summary
Former and present, even foreign cricketers have celebrated the Ganesh Chaturthi festival. They all post greetings on Twitter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X