For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমাদের পর ভারতীয় ক্রিকেট আর এগোয়নি - শাস্ত্রীর বিরুদ্ধে খাপ খুললেন সেওয়াগ-সৌরভ

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর একসময়ের সতীর্থ বীরেন্দ্র সেওয়াগ, ইংল্যান্ডে ভারতের সিরিজ হারের পর শাস্ত্রীর কড়া সমালোচনা করলেন। 

  • |
Google Oneindia Bengali News

১৩ মাস কিছু না বলে চুপ করে থেকেছেন। এবার বিদেশের মাটিতে টেস্ট সিরিজে ব্যর্থ হতেই রবি শাস্ত্রীর বিরুদ্ধে মুখের আগল খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর একসময়ের সতীর্থ বীরেন্দ্র সেওয়াগ।

আমাদের পর ভারতীয় ক্রিকেট আর এগোয়নি - শাস্ত্রির বিরুদ্ধে খাপ খুললেন সেওয়াগ-সৌরভ

১৩ মাস আগে সৌরভের নেতৃত্বাধীন পরামর্শদাতা কমিটিই রবি শাস্ত্রীকে ভারতের কোচ হিসেবে বেছে নিয়েছিল। বলা ভাল ভারত অধিনায়ক বিরাট কোহলির আবদার মেনে তাঁদের প্রথম পছন্দের কোচ অনিল কুম্বলেকে বাদ দিয়ে শাস্ত্রীকে গিলতে বাধ্য হয়েছিলেন।

দেশের মাটিতে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজে জয় পেয়েছে ভারত। কিন্তু বিদেশে আসতেই ফের কঙ্কাল বেরিয়ে পড়েছে। সাউদাম্পটন টেস্ট হারতেই ভারতের টিম ম্যানেজমেন্ট, বিশেষত শাস্ত্রীর কড়া সমালোচনা করলেন বীরেন্দ্র সেওয়াগ। প্রসঙ্গত, ভারতের কোচ হওয়ার দৌড়ে তিনি নিজেও একজন প্রার্থী ছিলেন।

এক সর্বভারতীয় চ্যানেলে বসে ভারতীয় দলের এই হালের বিশ্লেষণ করতে গিয়ে সেওয়াগ বলেন, 'মুখে বড় বড় কথা যে কেউ বলতে পারে। মাঠে ব্যাট কথা না বললে, বল কথা না বললে ভাল ট্রাভেলিং টিম হওয়া যায় না।' সেওয়াগের স্পষ্ট নিশানা ছিলেন রবি শাস্ত্রী। টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের প্রধান কোচ বলেছিলেন এই ভারতীয় দলের 'বিশ্বের সর্বকালের সেরা সফরকারী দল' হয়ে ওঠার ক্ষমতা রয়েছে।

রবি শাস্ত্রীকে কোচ বেছে নেওয়ার সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের কমিটি বিদেশ সফরের জন্য ভারতীয় দলের সঙ্গে রাহুল দ্রাবিড় ও জাহির খানকে যথাক্রমে ব্যাটিং ও বোলিং পরামর্শদাতা হিসেবে জুড়ে দেওয়ার সুপারিশ করেছিল। কিন্তু কার্যক্ষেত্রে তা ঘটেনি।

কেন তা ঘটেনি তা তিনি ঠিক জানেন না বলে এই প্রসঙ্গ এড়াতে চাইলেও, সৌরভ, এব্যাপারে শাস্ত্রীর ভূমিকার দিকে ইঙ্গিত করেছেন। তিনি জানিয়েছেন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে কাজ করতে রাজি হয়েছিলেন দ্রাবিড়। এরপর দ্রাবিড় কোচ রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেন। তারপর আর বিষয়টি এগোয়নি।

প্রাক্তন ভারত অধিনায়ক সাউদাম্পটনে ভারতের হারের পিছনে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন। তাঁর মতে কোহলি ছাড়া বাকি ভারতীয় দলের ব্যাটিংয়ের মান পড়ে গিয়েছে। ম্য়াচের পর ম্যাচ কোহলি আউট হলেই গুটিয়ে যাচ্ছে ভারতীয় ব্যাাটিং। তিনি জনান, সাউদাম্পটনের ম্যাচে জেতার মতো জায়গায় ছিল ভারত। কিন্তু কোহলি আউট হওয়ার পর থেকেই ধারভাষ্যকারদের মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, যে ভারত হারতে চলেছে।

সেওয়াগ আরো দাবি করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বের সময় থেকে বিদেশে পারফর্ম করার ক্ষেত্রে ভারতীয় ক্রিকেট একচুলও এগোয়নি। তিনি জানান, বিদেশে কী করে টেস্ট ম্যাচ জিততে হয়, তা সৌরভই শিখিয়ে দিয়েছিলেন। তখনও ভারত একটি-দুটি করে টেস্ট জিতত, কিন্তু সিরিজ জিততে পারত না। এখনও তাই হচ্ছে। সিরিজ কী করে জিততে হবে তা এখনও বের করতে পারেনি ভারত।

তাঁর আক্ষেপ সৌরভের দলে তাঁরা যখন খেলতেন, তখন ভারতীয় দলে রান করার মতো ব্যাটসম্যানের অভাব ছিল না। কিন্তু সমস্য়া ছিল ২০ টা করে উইকেট তোলার মতো বোলারের অভাব ছিল। এখন আবার ২০টা করে উইকেট তোলার মতো বোলার পাওয়া গিয়েছে, কিন্তু রান করার মতো ব্যাটসম্য়ান নেই। তিনি বলেন '২০টা করে উইকেট তুললেই টেস্ট জেতা যায় না, তার জন্য বোর্ডে রানও থাকাটা সমান জরুরি।'

English summary
Former Indian captain Sourav Ganguly and his once teammate Virender Sehwag, hit out at Shastri after India’s series defeat in England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X