For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ঋদ্ধির পরিবর্তে ঋষভকে বাছলেন সৌরভ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার ব্যাপারে নিজের রাজ্যের ঋদ্ধিমান সাহার থেকে ঋষভ পন্থকেই এগিয়ে রাখলেন মহারাজ।

  • |
Google Oneindia Bengali News

আর কিছু সময়ের মধ্যেই অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া। কাঁরা থাকবেন ভারতের চূড়ান্ত প্রথম একাদশে, তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, তখন নীরবতা ভেঙে নিজের পছন্দের কথা জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলার ব্যাপারে নিজের রাজ্যের ঋদ্ধিমান সাহার থেকে ঋষভ পন্থকেই এগিয়ে রাখলেন মহারাজ।

কেন ঋদ্ধির আগে ঋষভ

কেন ঋদ্ধির আগে ঋষভ

বয়স অল্প হলেও ধীরে ধীরে টেস্ট ক্রিকেটের সঙ্গে ঋষভ পন্থ নিজেকে মানিয়ে নিতে শিখছেন বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত বছর ইংল্য়ান্ডের ওভালে চোটগ্রস্ত ঋদ্ধিমান সাহার পরিবর্তে খেলতে নেমে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঋষভ পন্থ। গত জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৯ রানের ইনিংস খেলে পন্থ নিজেকে টেস্ট ক্রিকেটের পুরোপুরি যোগ্য প্রমাণ করেছেন বলে মত মহারাজের। কিপার হিসেবে ঋদ্ধি এগিয়ে থাকলেও অল-রাউন্ড পারফরম্যান্সে ঋষভ সেরা বলে দাবি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

রোহিত না রাহানে

রোহিত না রাহানে

ওয়ান ডে ক্রিকেটে তিনটি দ্বিশতরান করা পৃথিবীর একমাত্র ক্রিকেটার। টি-টোয়েন্টি ফর্ম্যাটেও সুপার এফেক্টিভ রোহিত শর্মা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হয়ে ওপেন করুন, চান সৌরভ গঙ্গোপাধ্যায়। ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা হিটম্য়ান টেস্টের ওপেনিং স্লটেও ধামাকা করতে পারেন বলে বিশ্বাস করেন মহারাজ। অন্যদিকে অজিঙ্ক রাহানেকে মিডিল অর্ডারে নামালে টিম ইন্ডিয়ার ব্য়াটিং-এ গভীরতা বাড়বে বলে মনে করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মিডিল অর্ডারের লড়াই

মিডিল অর্ডারের লড়াই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে মিডিল অর্ডারে নামা নিয়ে রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে ও হনুমা বিহারীর মধ্যে লড়াই চলছে। এই লড়াইয়ে অল রাউন্ডার হনুমা জিততে পারেন বলে সূত্রের খবর।

English summary
Sourav Ganguly wants Rishabh Pant ahead of Wriddhiman Saha in 1st Test in West Indies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X