For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#DhoniRetires বনাম #DhoniNeverTires বিতর্কে সরব টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী কোচ

#DhoniRetires বনাম #DhoniNeverTires বিতর্কে সরব টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী কোচ

  • |
Google Oneindia Bengali News

#DhoniRetires বনাম #DhoniNeverTires বিতর্কে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার ২০১১-র বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন। একই সঙ্গে ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে প্রশংসায় ভরিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান। কী বললেন তিনি শুনে নেওয়া যাক।

ধোনির অবসরের জল্পনা

ধোনির অবসরের জল্পনা

করোনা ভাইরাসের জেরে অচলাবস্থা মধ্যে দীর্ঘদিন ধরে এমএস ধোনিকে বাইশ গজে না দেখে যারপরনাই হতাশ হয়ে পড়েছিলেন কিছু ক্রিকেট প্রেমী। নতুন কিছু করার লক্ষ্যেই #DhoniRetiers ট্যাগ তৈরি করে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের জল্পনা তুলে দেন তাঁরা। তা যে ভিত্তিহীন, বোঝা গিয়েছে ইতিমধ্যে। অথচ ওই জল্পনাতেই আবেগতাড়িত হয়ে পড়েছেন ধোনি-প্রেমী জনতা। কার্যত কান্নাকাটি শুরু করে দিয়েছেন তাঁরা। কেউ কেউ তো এখনই ধোনিকে চোখে হারাতে শুরু করেছেন।

প্রতিবাদ

প্রতিবাদ

ঘটনার তীব্র প্রতিবাদ করেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। কড়া ভাষায় লেখেন, তিনি বুঝতে পারছেন যে লকডাউন মানুষকে মানসিকভাবে অস্থিতিশীল করে তুলেছে। #DhoniRetiers পাল্টা হিসেবে #DhoniNeverTires এবং #DhoniNeverRetired ট্যাগ তৈরি করেন ধোনি প্রেমীরা। তা নিয়ে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া।

কী বললেন গ্যারি

কী বললেন গ্যারি

এমএস ধোনিকে খুব কাছ থেকে দেখা এবং তাঁর সঙ্গে মিলে ভারতের হাতে ক্রিকেট বিশ্বকাপ তুলে দেওয়া প্রাক্তন কোচ গ্যারি কার্স্টনের মতে, এ দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কের অবসরের সিদ্ধান্ত তাঁর ওপর ছেড়ে দেওয়া উচিত। এ সম্পর্কে অন্য কারোর কিছু মন্তব্য করা সঠিক হবে না বলে মনে করেন গ্যারি।

সেরা ধোনি

সেরা ধোনি

মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ গ্যারি কার্স্টেন। তাঁর কথায়, ধোনি আধুনিক যুগের অন্যতম সেরা পুরুষ ক্রীড়াবিদ। ধোনির বুদ্ধি, শক্তি, গতি, স্থিতধি, ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে আনার দক্ষতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলে দাবি দক্ষিণ আফ্রিকা লেজেন্ডের।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তকমা হারাবে ভারত! জবাব দিল বিসিসিআই২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক তকমা হারাবে ভারত! জবাব দিল বিসিসিআই

English summary
Gary Kirsten select MS Dhoni as greatest sportsmen in the modern era
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X