For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই প্রেসিডেন্ট পদে দাদা সব চ্যালেঞ্জ খুব সহজেই পার করবেন, আশা প্রকাশ গম্ভীরের

বিসিসিআই প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে প্রেসিডেন্ট পদে তাঁর মেয়াদ হবে মাত্র দশ মাস। মেয়াদ দীর্ঘায়িত হওয়ার আশা ব্যক্ত করে এবার সৌরভকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় ওপেনার ও বর্তমানে

Google Oneindia Bengali News

বিসিসিআই প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে প্রেসিডেন্ট পদে তাঁর মেয়াদ হবে মাত্র দশ মাস। মেয়াদ দীর্ঘায়িত হওয়ার আশা ব্যক্ত করে এবার সৌরভকে শুভেচ্ছা জানালেন প্রাক্তন ভারতীয় ওপেনার ও বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

প্রেসিডেন্ট পদে দাদা সব চ্যালেঞ্জ সহজেই পার করবেন : গম্ভীর

সর্ব ভারতীয় এক সংবাদপত্রে প্রকাশিত তাঁর এক কলামে গম্ভীর লেখেন, "ভারতীয় ক্রিকেট এখন পরপর উইনার স্কোর করছে। পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট হতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সাধারণত আমরা দেখেছি, বিসিসিআই-এর কর্মপদ্ধতিতে স্বচ্ছতার অভিব থাকে। তবে প্রাক্তন এক ক্রিকেটারের প্রশাসনের শীর্ষস্থান গ্রহণ করা এক বিশাল ব্যপার। এটা কী করে হল সেই বৃত্তান্তে আমি যেতে চাই না। আমি শুধু এই বিষয়টা নিয়ে খুশি যে এক প্রাক্তন ক্রিকেটার প্রশাসনের শীর্ষে বসতে চলেছেন। সিএবি-র শীর্ষে থাকাকালীনও দাদা যে সব বদল এনেছিলেন তা যুগান্তকারী। তবে বিসিসিআই প্রেসিডেন্ট পদে দাদাকে অনেক চ্যালেঞ্জ পার করতে হবে। অবশ্য় আমি যদি দাদাকে চিনে থাকি তবে আমি নিশ্চিত তিনি সেই সব চ্যালেঞ্জ খুব সহজেই পার করবেন। তবে আমি সত্যি চাই যাতে দাদা ১০ মাসের বেশি সময় এই পদে থাকতে পারেন। নয়ত দাদার প্রেসিডেন্ট পদে বসার কোনও অর্থ থাকবে না।"

এদিকে গম্ভীর আশা প্রকাশ করেন যে বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে বাকি প্রশাসকদের থেকে পর্যাপ্ত সাহায্য পাবেন। এই বিষয়ে গম্ভীর লেখেন, "আমি চাই যে যারা যারা এখন দাদাকে তাঁর সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তাঁরা সবাই মিলে দাদাকে তাঁর কাজ করতে সাহায্য করবেন। জগমোহন ডালমিয়ার সাহায্য নিয়ে যেভাবে দাদা দল পরিচালনা করতে পেরেছেন। আমি চাই সেই একই রকম সাহায্য দাদাকে ফের দেওয়া হোক যাতে এবার প্রশাসনে থেকে দাদা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারেন।"

পাশাপাশি ব্রায়াল লারার ভারতীয় পেসারদের প্রশংসায় আপ্লুত বলেও জানান গম্ভীর। জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও উমেশ যাদব সম্বলিত ভারতীয় ক্রিকেট দলের বর্তমান পেস আক্রমণ এই মুহূর্তে বিশ্বসেরা বলে দাবি করেন ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান চার্লস লারা। এই বিষয়ে গম্ভীর বলেন, "আমি এই বক্তব্য শুনে খুব খুশি। আমি তাঁর সঙ্গে এই বিষয়ে পুরোপুরি একমত।"

English summary
Gautam Gambhir congratulates and praises Sourav Ganguly, Says, I am sure Sourav Ganguly would overcome all challenges as BCCI president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X