For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ-ধোনি, নাকি অন্য কেউ! গম্ভীরের চোখে কে সেরা অধিনায়ক?

সৌরভ-ধোনি, নাকি অন্য কেউ! গম্ভীরের চোখে কে সেরা অধিনায়ক?

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর রাহুল দ্রাবিড়-অনিল কুম্বলে-মহেন্দ্র সিং ধোনি হয়ে বিরাটের অধীনে খেলেছেন। দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে অনেক অধিনায়ক দেখলেন, তাঁদের অধিনায়কত্বে খেলে অনেক সাফল্যও পেয়েছেন। কিন্তু তাঁর চোখে সেরা অধিনায়ক ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বল। অধিনায়ক হিসেবে দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটের হাল ধরলে অনেক রেকর্ড ভেঙে দিতে পারতেন মনে করছেন গম্ভীর। ভারতের প্রাক্তন ওপেনারের মতে, যেসব অধিনায়কদের মধ্যে তিনি খেলেছেন কুম্বলই তাঁর মধ্যে সেরা ছিলেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যা বললেন গম্ভীর

সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যা বললেন গম্ভীর

সৌরভ প্রসঙ্গে গম্ভীর বলেছেন, 'সৌরভ দারুণ অধিনায়ক ছিলেন। সেই নিয়ে কোনও তর্কই নেই। তবে স্বল্প সময় কুম্বলে আমার কাছে সব অধিনায়কদের মধ্যে এগিয়ে রয়েছেন। '

কুম্বলেকে নিয়ে যা বললেন গম্ভীর

কুম্বলেকে নিয়ে যা বললেন গম্ভীর

কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে প্রসঙ্গে গম্ভীর বলেছেন, 'অনিল কুম্বলে ভারতীয় দলের হয়ে ১৭ বছর খেলার পর অধিনায়ক হন। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের পর তিনি ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। আমি ওনার অধিনায়কত্বে সম্ভবত ৬টি টেস্ট ম্যাচ খেলেছি। সীমিত ওভারে ধোনি তখন দায়িত্ব সামলাচ্ছেন। টেস্টে আরও বেশি সময় পেলে কুম্বলে অধিনায়ক হিসেবে অনেক রেকর্ড ভেঙে দিতে পারতেন। '

ধোনি প্রসঙ্গ গৌতি যা বলেন

ধোনি প্রসঙ্গ গৌতি যা বলেন

মাহির অধিনায়কত্ব নিয়ে গৌতি বলেছেন,'অধিনায়ক হিসেবে ধোনির পরিসংখ্যান সবচেয়ে এগিয়ে থাকবে। রেকর্ডের বিচারে ধোনি সবার থেকে এগিয়ে। সৌরভের রেকর্ডও খুব ভালো। কিন্তু আমার কাছে কুম্বলে সবার সেরা। কুম্বলেকে আরও বেশিদিন ভারতের ক্যাপ্টেন হিসেবে দেখতে চেয়েছিলাম। '

ধোনির নেতৃত্বে দুবার বিশ্বকাপ জয়

ধোনির নেতৃত্বে দুবার বিশ্বকাপ জয়

উল্লেখ্য ধোনির অধিনায়কত্বে গৌতম গম্ভীর দুবার বিশ্বকাপ জিতেছেন। ২০০৭ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর ২০১১ সালে ধোনির অধিনায়কত্বে গম্ভীর ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জেতেন।

একনজরে অধিনায়ক কুম্বলের রেকর্ড

একনজরে অধিনায়ক কুম্বলের রেকর্ড

অধিনায়ক হিসেবে অনিল কুম্বলে ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন । ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথেই অবসর নিয়ে নেন তিনি। তাঁর অধীনে ভারত তিনটি টেস্টে জয়, পাঁচটি টেস্টে ড্র ও ছয়টি টেস্টে হারে। উল্লেখ্য, ভারতের হয়ে টেস্টে ৬১৯ টি ও ওয়ানডে ক্রিকেটে ৩৩৭ টি উইকেটে নিয়েছেন কুম্বলে। দুই ফর্ম্যাটেই ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেটশিকারির নজির কুম্বলেরই রয়েছে।

'১৯৯৩-র টানটান হিরো কাপ সেমিফাইনাল কি ভুলে গেলেন'? প্রশ্নকর্তা সচিন তেন্ডুলকর'১৯৯৩-র টানটান হিরো কাপ সেমিফাইনাল কি ভুলে গেলেন'? প্রশ্নকর্তা সচিন তেন্ডুলকর

English summary
Gautam Gambhir named best indian captain he played under who can break many records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X