For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে আটকে মৃত পরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর

লকডাউনে আটকে মৃত পরিচারিকার শেষকৃত্য সম্পন্ন করলেন গৌতম গম্ভীর

  • |
Google Oneindia Bengali News

লকডাউনে আটকে পড়া অসুস্থ পরিচারিকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হাসপাতালে। পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তাঁর শেষকৃত্যের দায়িত্ব নিয়ে প্রশংসা কুড়োলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৯০ হাজারেরও বেশি মানুষের। ভারতে আক্রান্তের সংখ্যা সাড়ে ২৩ হাজারেরও বেশি। মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭২২ জন।

লকডাউন

লকডাউন

করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী ৩ মে পর্যন্ত দেশের কোনও নাগরিক নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে সরকার। প্রশাসনের নিয়ম মেনে চলেছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা।

পরিচারিকার মৃত্যু

পরিচারিকার মৃত্যু

টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের দুই কন্যাকে দেখভালের কাজ করতেন সরস্বতী পাত্র নামে ৪৯ বছরের এক পরিচারিকা। ওড়িশার জাজপুর জেলায় তাঁর বাড়ি। কয়েক দিন আগে উচ্চরক্ত চাপ ও ডায়াবেটিস নিয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন সরস্বতী। ২১ এপ্রিল সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেষকৃত্যের দায়িত্ব

শেষকৃত্যের দায়িত্ব

লকডাউনে ওড়িশা ফেরার কোনও ব্যবস্থা না থাকায় পরিচারিকা সরস্বতী পাত্রের শেষকৃত্যের দায়িত্ব নেন গৌতম গম্ভীর নিজে। দিল্লিতেই সেই কাজ সম্পন্ন হয়। দেশের প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদের এই ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। যদিও এই কাজটি তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে বলে জানিয়েছেন গাউতি। বলেছেন, তাঁর কাছে সবাই সমান।

চেন্নাই বনাম মুম্বই, দুই দলের ড্রেসিং রুমের কোন পার্থক্য তুলে ধরলেন ভাজ্জি?চেন্নাই বনাম মুম্বই, দুই দলের ড্রেসিং রুমের কোন পার্থক্য তুলে ধরলেন ভাজ্জি?

English summary
Gautam Gambhir performs last rites of his domestic help in Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X