For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রফি সবাই মিলে জিতেছিলাম, ধোনির ছক্কার ঘোর থেকে বেরিয়ে দলকে সম্মান দিন! বিস্ফোরক গম্ভীর

ট্রফি সবাই মিলে জিতেছিলাম, ধোনির ছক্কার ঘোর থেকে বেরিয়ে দলকে সম্মান দিন! বিস্ফোরক গম্ভীর

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিশ্বকাপ জয়ের নয় বছর পূর্তি। আজ থেকে ঠিক ৯ বছর আগে ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারিয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত। আজ ২ এপ্রিল তাই ভারতীয় ক্রিকেট ফ্যানেদের কাছে বিশেষ দিন। স্মৃতির পাতায় ডুব দিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে ঝড় তুলছেন নেটিজেনরা। যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই লাইমলাইটে ধোনি এবং তাঁর ছক্কা হাঁকিয়ে বিশ্বকাপ জয়ের মুহূর্ত!

ক্রিকেট ওয়েবসাইটের পোস্টে চটলেন গম্ভীর

এদিন টুইটে ধোনির ছক্কার হাঁকানোর ছবি পোস্ট করে ভারতের বিশ্বজয়ের ৯ বছর পূর্তি দিনটি এক ক্রিকেট ওয়েবসাইট সেলিব্রেট করে। ইতিমধ্যেই সেই টুইট কয়েক হাজার বার রিটুইট হয়েছে। এরপরই ক্রিকেট ওয়েবসাইটের পোস্টে চটেছেন গম্ভীর।

গম্ভীরের পোস্ট

ক্রিকেট ওয়েবসাইটের পোস্টটি রিটুইট করে গম্ভীর লিখেছেন, 'সবাইকে একবার অন্তত মনে করিয়ে দিতে চাই, দলগতভাবে আমরা ক্রিকেট বিশ্বকাপ জিতেছিলাম। ভারতীয় দল , দলের সার্পোট স্টাফদের মিলিত পরিশ্রমে বিশ্বকাপ ট্রফি এসছিল। ধোনির ফিনিশিং ছক্কার ঘোর থেকে বেরোনো উচিত!'

ফাইনালে গম্ভীরের ইনিংস

উল্লেখ্য ৯ বছর আগে আজকের দিনে বিশ্বকাপের ফাইনাল ম্যাচটিতে সেহওয়াগ ও সচিন দ্রুত আউট হয়ে যাওয়ার পর প্রথমে বিরাট ও পরে ধোনির সঙ্গে জুটিতে রান তাড়া করে ম্যাচ জিতিয়েছিলেন গম্ভীর। বাঁ-হাতি এই ব্যাটসম্যান ফাইনালে অল্পের জন্য শতরান মাঠে ফেলে এসেছিলেন। ওয়াংখেড়েতে গম্ভীর ১২২ বলে ৯৭ রান করেছিলেন। ইনিংস সাজানো ছিল ৯টি চার দিয়ে।

নায়ক ধোনি

ফাইনালে গম্ভীর ৯৭ রানের ইনিংস খেলেন। চতুর্থ উইকেটে ধোনি-গম্ভীর জুটি ১০৯ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। অন্যদিকে টুর্নামেন্ট ভালো না খেললেও ফাইনালের মঞ্চে ৯১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ধোনি। ছক্কা হাঁকিয়ে ম্যাচ ফিনিস করেছিলেন ভারত অধিনায়ক। অনবদ্য ইনিংসের জন্য ফাইনাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।

English summary
Gautam Gambhir reacted to a post on obsession with MS Dhoni six,says World Cup was won by team india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X