For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় বোলিং ভান্ডারে নভদীপ সাইনি এখন নতুন হিরে,বললেন গম্ভীর

স্বল্প সময়ের ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সিতে নজর করেছেন নভদীপ সাইনি। অভিষেক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭ রান খরচ করে ৩ উইকেট পেয়েছিলেন।

  • |
Google Oneindia Bengali News

স্বল্প সময়ের ক্রিকেট কেরিয়ারে দেশের জার্সিতে নজর করেছেন নভদীপ সাইনি। অভিষেক টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৭ রান খরচ করে ৩ উইকেট পেয়েছিলেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় মহারণে গতির কারণে শিরোনামে নভদীপ। চার ওভারে ১৮ রান খরচ করে ২ উইকেট পান সাইনি। ইন্দোর টি-টোয়েন্টিতে ঘন্টায় ১৫০ কিমি গতিবেগে বল করে কুড়ি-বিশের আন্তর্জাতিক ক্রিকেট যুদ্ধে নভদীপই এখন ভারতের ফাস্টেস্ট পেসার। তাঁকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন গম্ভীর।

বিশ্বকাপে বাজি হতে পারেন সাইনি

বিশ্বকাপে বাজি হতে পারেন সাইনি

দেশের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর জিতেছিলেন গম্ভীর। সামনে ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে আরও একটি বিশ্বকাপ। গতির স্বর্গরাজ্য অস্ট্রেলিয়ার মাটিতে সাইনির উপর বাজি ধরছেন প্রাক্তনী। উল্লেখ্য ২০২০ সালে পঞ্চাশ ওভারে বিশ্বকাপে সাইনি রিসার্ভ বোলার হিসেবে ইংল্যান্ড গিয়েছিলেন।

দুবারের বিশ্বকাপজয়ী গম্ভীর যা বললেন

গম্ভীর বলেছেন, 'সাইনি এখন ভারতের বোলিং ভান্ডারে এক নতুন হিরে।' সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক কলামে গম্ভীর নভদীপের প্রশংসায় লিখেছেন, 'সেনসেক্সের উর্ধ্বমুখী যেমন ইকোনমি গ্রাফকে উপস্থাপন করে, ঠিক তেমনি সাইনির এই ধাপে ধাপে উন্নতি ভারতীয় ক্রিকেটের বোলিং বিভাগ যে ঠিক পথে যাচ্ছে, তার প্রমাণ দেয়। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নভদীপ যে বোলিংটা করেছে তাতে কোহলি মনে সাইনি নিশ্চয়ই জায়গা করে নিতে পেরেছে।'

ভারতীয় বোলিং ভান্ডারে নভদীপ সাইনি এখন নতুন হিরে

এখানেই না থেমে গম্ভীর আরও লিখেছেন, 'সাইনির বোলিং কোহলিকে আরও সাহসী করে দিল। কোহলির দলে এখন মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, দীপক চাহার রয়েছে। সঙ্গে চোট সারিয়ে ভুবনেশ্বর কুমার ফিরবে। সেই তালিকায় নভদীপের নাম জুড়ে গিয়েছে। ভারতীয় বোলিংয়ের ভবিষ্যতটা একবার চিন্তা করুন। ভারতীয় পেস ব্রিগেডের এই উন্নতি দেখে গর্ব হয়।'

গম্ভীর আরও যা বললেন

গম্ভীর আরও যা বললেন

২০১৩-১৪ ক্রিকেট মরসুমে দিল্লির দলের এক সতীর্থ গম্ভীরকে সাইনির গতির কথা শুনিয়েছিলেন। গম্ভীর সেই ঘটনার বিবরণ দিয়ে বলেছেন, 'সাইনির কপালে হয়ত এটাই লেখা ছিল। একদিন টেনিস বলের টুর্নামেন্ট বাতিল হয়ে যায়। যারপর দিল্লির রঞ্জি দলের সদস্য সুমিত নারওয়ালকে নেটে বোলিং করতে এসেছিল। সেসময় রোগা পাতলা সাইনি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্ট ও কর্ণাল প্রিমিয়র লিগে খেলত। সেসময় ৪ থেকে ৫টি ম্যাচ খেলার জন্য সাইনি ২১০০ টাকা পেত। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাঁকে ৩ কোটি টাকায় দলে নেয়। এরপর জাতীয় দলের হয়ে সাইনির অভিষেক।'

English summary
gautam gambhir says, Navdeep Saini latest gem in India's fast-bowling squard
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X