For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?

অধিনায়ক বিরাট কোহলিকে কেন 'অসফল' বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার?

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ততটাও সফল নয় বলে মনে করেন দেশের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। বিরাটকে আরও অনেক পথ অতিক্রম করতে হবে বলে মনে করেন গৌতি। কেন এমন বললেন ২০১১-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য, তা জেনে নেওয়া যাক।

কবে থেকে অধিনায়কত্ব

কবে থেকে অধিনায়কত্ব

২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। তখন থেকেই লাল বলের ফর্ম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ২০১৭ সালে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়কত্বও ছেড়ে দেন মাহি। সেই বছর থেকে দেশকে তিন ফর্ম্যাটে নেতৃত্ব দিচ্ছেন কোহলি।

অধিনায়ক বিরাটের রেকর্ড

অধিনায়ক বিরাটের রেকর্ড

এখনও পর্যন্ত ভারতীয় দলকে ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ৩৩টি ম্যাচে জয় হাসিল হয়েছে। ১২টি ম্যাচ হেরেছে ভারত। বিরাটের নেতৃত্বে ৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। জিতেছে ৬২টি ম্যাচ। কোহলির নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৩৭টির মধ্যে ২২টি ম্যাচ জিতেছে ভারত।

বিরাটের ব্যর্থতা

বিরাটের ব্যর্থতা

এখনও কোনও বড় টুর্নামেন্ট জিততে পারেনি বিরাট কোহলির টিম ইন্ডিয়া। ২০১৭-এর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল ভারত। ২০১৯-র বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হয়েছিল বিরাটের দলকে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবেও কোহলির রেকর্ড খুব একটা আকর্ষণীয় নয়। দুই বার ফাইনালে উঠেও রানার্স হয়েই খুশি থাকতে হয়েছে আরসিবি-কে।

কী বললেন গম্ভীর

কী বললেন গম্ভীর

ব্যক্তিগত সম্পর্ক খুব একটা ভালো না হলেও ব্যাটসম্যান হিসেবে বিরাট কোহলিকে পুরো নম্বর দিতে দ্বিধা করেন না টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর। সে তুলনায় ভারতীয় দলের নেতা হিসেবে বিরাট অসফল বলে সাফ জানিয়েছেন গৌতি। বলেছেন, কোহলিকে অনেক পথ অতিক্রম করতে হবে। গম্ভীরের কথায়, কোনও অধিনায়কের কাছে শুধু রান করে যাওয়াই সব নয়। ট্রফি জেতাও গুরুত্বপূর্ণ ব্যাপার।

English summary
Gautam Gambhir speaks about the success of Team India's captain Virat Kohli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X