For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেও মোক্ষম খোঁচা দিলেন গৌতম গম্ভীর


 ভারতের জার্সিতে বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে খোঁচা দিতেও ছাড়লেন না তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর।

  • |
Google Oneindia Bengali News

ভারতের জার্সিতে বিরাট কোহলির অধিনায়কত্বের প্রশংসা করেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁকে খোঁচা দিতেও ছাড়লেন না তাঁর প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। দিল্লির দুই ক্রিকেটারের মধ্যেকার ব্যক্তিগত সম্পর্ক যে খুব একটা সুখকর নয়, তা তো বহুল চর্চিত। সেই দ্বন্দ্বই আরও একবার প্রকট হল গৌতম গম্ভীরের কথায়। বিরাট সম্পর্কে কী এমন বললেন ২০১১-র বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য।

ধোনি-রোহিতের উপস্থিতিতে সফল বিরাট

ধোনি-রোহিতের উপস্থিতিতে সফল বিরাট

টেস্টে পূর্বতন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বের একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিরাট কোহলি। ইংল্যান্ড বিশ্বকাপে কোহলির অধিনায়কত্বেই সেমিফাইনাল পর্যন্ত পৌঁছয় টিম ইন্ডিয়া। এসবের নিরিখে বিরাটের অধিনায়কত্বের প্রশংসা করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। তবে মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মার মতো হাই প্রোফাইলরা ছিলেন বলেই বিরাট অধিনায়ক হিসেবে এই সাফল্য পেয়েছেন বলেও মনে করেন গম্ভীর। এখনও বিরাট কোহলিকে লম্বা পথ অতিক্রম করতে হবে বলেও মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার।

ফ্র্যাঞ্চাইজি-ই আসল পরীক্ষা

ফ্র্যাঞ্চাইজি-ই আসল পরীক্ষা

গৌতম গম্ভীর বলেছেন, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে অধিনায়কত্ব করেন বিরাট কোহলি। মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাটের বিপক্ষ দলের অধিনায়ক থাকায় এই টুর্নামেন্টে আরসিবি ব্যর্থ বলে দাবি করেছেন গৌতম গম্ভীর। তাই অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে আরও বেশি পরিণত হতে হবে বলেই মনে করেন দিল্লির বিজেপি সাংসদ।

টেস্ট ওপেনে রোহিত

টেস্ট ওপেনে রোহিত

ওয়ান ডে ফর্ম্যাটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা টেস্টে ওপেন করতে নেমেও সফল হবেন বলে বিশ্বাস করেন গৌতম গম্ভীর। তাই হিটম্যানকে সুযোগ দেওয়া উচিত বলেই মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার।

English summary
Gautam Gambhir speaks about Virat Kohli's captaincy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X