দিল্লির বায়ু দূষণ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে না গিয়ে মধ্যপ্রদেশের ইন্দোরে জিলাপি খেতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপ ও রাজনৈতিক আক্রমণের শিকার হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর। ইন্দোরে ভারত-বাংলাদেশ টেস্টের জন্য় ধারাভাষ্যকারের ভূমিকা পালনে তিনি আগে চুক্তিবদ্ধ ছিলেন, এ কথা বলে আরও বেশি ট্রোলড হয়েছেন গম্ভীর।
উল্লেখ্য দিল্লিতে বাড়তে থাকা বায়ু দূষণ নিয়ে সংসদে, সংসদীয় কমিটির কথা হওয়ার কথা ছিল। কিন্তু আমন্ত্রিতদের উপস্থিতির হার কম থাকায়, সেই বৈঠক ভেস্তে যায়। ঠিক সেই সময়ই ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা তথা দিল্লির সাংসদ গৌতম গম্ভীর, যাঁর ওই বৈঠকে থাকার কথা, তাঁকে ইন্দোরের রাস্তায় জিলাপি খেতে দেখা যায়। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টেস্টে চলার ফাঁকে ব্রডকাস্টারদের অনুরোধেই ভারতের ক্রিকেটীয় লেজেন্ড ভিভিএস লক্ষ্মণের সঙ্গে জিলাপি খাওয়া শুধু নয়, রীতিমতো পোজ দিয়ে ছবিও তুলতে দেখা যায়।
Delhi is choking & @GautamGambhir is busy enjoying in Indore.
— AAP (@AamAadmiParty) November 15, 2019
The MP should come to Delhi and ATTEND MEETINGS on AIR POLLUTION which was cancelled because
❌MCD
❌DDA
❌Environment Ministry
❌MP's of Delhi
none of the officials SHOWED UP!#ShameOnGautamGambhir https://t.co/A1yDLyYZ7v pic.twitter.com/feowi4q5xX
সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন তাঁর বিরোধী আম আদমি পার্টি বা আপ। এর আগে দিল্লির দূষণ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে গম্ভীরের করা টুইটের পাল্টা হিসেবে প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে আক্রমণ করে আপ। গম্ভীরের কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরাও।
My work will speak for itself!
— Gautam Gambhir (@GautamGambhir) November 15, 2019
P.S. Agar mujhe gaali dene se Dilli ka pollution kam hoga to AAP jee bhar ke gaali dijiye. cc: Trolls pic.twitter.com/bRyYoFB02c
#WATCH: Gautam Gambhir, BJP MP says."Agar mera jalebi khane se Delhi ka pollution badha hai, toh main hamesha ke liye jalebi chhod sakta hoon...10 minute mein mujhe troll karna shuru kar diya, agar itni mehnat Delhi ki pollution ko kam karne mein ki hoti toh hum saas le pate." pic.twitter.com/K2oW5qokht
— ANI (@ANI) November 18, 2019
এর উত্তরে গৌতম গম্ভীর জানান যে তিনি ইন্দোরে ইন্দোরে ভারত-বাংলাদেশ টেস্টের জন্য় ধারাভাষ্যকারের ভূমিকা পালনে তিনি আগে চুক্তিবদ্ধ ছিলেন। কর্মক্ষেত্রে তিনি গাফিলতি করেছেন, তাঁর এমন উদাহরণ নেই বলেও দাবি করেছেন গাউতি।
So your cricket contract is more important for you than the oath you took as the Member of Parliament?
— Nihal Kirnalli (@NihalKirnalli) November 18, 2019
এরপরেই প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা দিল্লির বর্তমান বিজেপি সাংসদের দিকে প্রশ্ন ওঠে, তবে কেন তিনি সংসদ ভবনে শপথ নেওয়ার সময় বড় কথা বলেছিলেন?