For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপারহিট পান্ডিয়া, বর্তমান থেকে প্রাক্তনরা ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়

দারুণ সময় যাচ্ছে হার্দিক পান্ডিয়ার। প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন বর্তমান থেকে প্রাক্তন সকলেই

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

নিজের অভিষেক টেস্টেই বল হাতে, ব্যাট হাতে দলের কাজে এসেছেন। তিনটি টেস্টে ঝোলায় ১৭৮ রান রয়েছে। ক্যান্ডি টেস্টে শতরানের জন্য ম্যান অফ দ্য ম্যাচও হয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া মজে এখন টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন:সারা দেশে কীভাবে পালিত হল একাত্তর তম স্বাধীনতা দিবস, দেখুন ফটোফিচারে][আরও পড়ুন:সারা দেশে কীভাবে পালিত হল একাত্তর তম স্বাধীনতা দিবস, দেখুন ফটোফিচারে]

অধিনায়ক বিরাট কোহলি তাঁকে আগেই বেন স্টোকসের সঙ্গে তুলনা করেছিলেন। এবার সুনীল গাভাসকরও তাঁকে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন। গাভাসকর তাঁকে ডেভিড ওয়ার্নারের সঙ্গে তুলনা করেছেন। গাভাসকরের মতে ডেভিড ওয়ার্নার যেরকম টি-টোয়েন্টি স্পেশালিস্ট থেকে সব ফর্মাটের উপযোগী ক্রিকেটারে পরিণত করেছেন। পান্ডিয়াও নিজেকে একইভাবে পরিণত করেছেন।

সুপারহিট পান্ডিয়া, বর্তমান থেকে প্রাক্তনরা ভরিয়ে দিচ্ছেন প্রশংসায়

তবে পান্ডিয়াকে সতর্কও করেছেন সানি। বলেছেন এখন একদম শুরুর দিন। ঠিক করে এগোলে ও অনেক বড় ক্রিকেটার হতে পারবে। পান্ডিয়াকে তিনি পরামর্শ দিয়ে বলেছেন ডেভিড ওয়ার্নারের পদাঙ্ক অনুসরণ করে চললে তিনটি ফর্মাটেই নিজেকে সফল ক্রিকেটার হিসেবে প্রমাণিত করতে পারবেন পান্ডিয়া।

পাশাপাশি ভারতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্সেরও দারুণ প্রশংসা করেছেন সানি গাভাসকর।

English summary
Gavaskar compares pandya with david warner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X