For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল খেলা প্রতি দলে সেরা ও খারাপ পারফরম্যান্স দেওয়া অধিনায়কদের তালিকা

আইপিএল খেলা প্রতি দলে সেরা ও খারাপ পারফরম্যান্স দেওয়া অধিনায়কদের তালিকা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আবহে আইপিএল হওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও টুর্নামেন্ট আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে জানিয়েছেন, প্রয়োজন হলে দর্শকশূণ্য স্টেডিয়ামে হবে আইপিএল। সেই টানাপোড়েনের মধ্যেই দেখে নেওয়া যাক টুর্নামেন্টে প্রতি দলের সবচেয়ে ভালো ও খারাপ পারফরম্যান্স করা অধিনাদের তালিকা।

মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স

রোহিত শর্মা : ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে ২০১৯ সহ চার বার আইপিএল ট্রফি জেতে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মার নেতৃত্বে ১০৯টি ম্যাচের ৬৪টিতে জয় হাসিল করে এমআই। শতাংশের বিচারে তা ৫৯.৬৩। পরিসংখ্যানের নিরিখে রোহিতই যে মুম্বই ইন্ডিয়ান্সের সেরা অধিনায়ক, তা বলাই বাহুল্য।

হরভজন সিং : লেজেন্ড হরভজন সিং-র নেতৃত্বে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করে মু্ম্বই ইন্ডিয়ান্স। এমআই-কে ৩০টি ম্যাচে নেতৃত্ব দেন ভাজ্জি। মাত্র ১৪টি ম্যাচ জেতাতে তিনি সক্ষম হন। শতাংশের বিচারে তা ৫০।

চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনি : আইপিএলের সূচনাকাল থেকে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেওয়া মহেন্দ্র সিং ধোনি তর্কাতিতভাবে এই দলের সবচেয়ে সফল অধিনায়ক। তিন বার কাপ জেতানোর পাশাপাশি ধোনির অধিনায়কত্বে ১৮৩টি ম্যাচের ১১৩টিতে জেতে সিএসকে। শতাংশের বিচারে তা ৬২.৩৬।

সুরেশ রায়না : মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে মাত্র ৬টি ম্যাচে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। সেই সময় ২টি ম্যাচ জেতে সিএসকে।

সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ

ডেভিড ওয়ার্নার : ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করা ডেভিড ওয়ার্নারকে ওই দলের সেরা অধিনায়ক বলা হয়। আইপিএলে তাঁর জয়ের হার ৫৫.৩১ শতাংশ।

শিখর ধাওয়ান : সানরাইজার্স হায়দরাবাদকে মাত্র ১৬ ম্যাচে নেতৃত্ব দেওয়া ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের সাফল্যের হার মাত্র ৪৩.৭৫ শতাংশ। তিনিই এই দলের সবচেয়ে খারাপ অধিনায়ক।

রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালস

স্টিভ স্মিথ : আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাত্র ১৩ ম্যাচে নেতৃত্ব দেন অস্ট্রেলিয় ব্যাটসম্যান স্টিভ স্মিথ। দলকে ৯টি ম্যাচ জেতাতে সক্ষম হয়েছেন তিনি। রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে স্মিথের জয়ের হার ৭৫ শতাংশ। যা দলের মধ্যে সেরা।

অজিঙ্ক রাহানে : ২৪টির মধ্যে রাজস্থান রয়্যালসকে মাত্র ৯টি আইপিএল ম্যাচ জেতানো অজিঙ্ক রাহানে এই দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেওয়া অধিনায়ক।

দিল্লি ক্যাপিটলস (ডেয়ারডেভিলস)

দিল্লি ক্যাপিটলস (ডেয়ারডেভিলস)

শ্রেয়স আইয়ার : আইপিএলে দিল্লি ক্যাপিটলসকে ১৩টি আইপিএল ম্যাচ জেতানো শ্রেয়স আইয়ারের অধিনায়ক হিসেবে জয়ের হার ৫৬.২৫ শতাংশ। তিনিই এই ফ্রাঞ্চাইজির সেরা নেতা।

মাহেলা জয়াবর্ধনে : আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮টি ম্যাচে নেতৃত্ব দেন শ্রীলঙ্কার লেজেন্ড মাহেলা জয়াবর্ধনে। মাত্র ৬টি ম্যাচ জেতেন তিনি। তাঁর জয়ের হার (৩৬.১১ শতাংশ) ওই দলের মধ্যে সর্বনিম্ন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

অনিল কুম্বলে : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩৫টি আইপিএলের ম্যাচে নেতৃত্ব দেন লেজেন্ড অনিল কুম্বলে। সেই সময় ১৯টি ম্যাচ জেতে আরসিবি। জাম্বোর জয়ের হার (৫৪.২৮ শতাংশ) এই দলে সবচেয়ে বেশি।

রাহুল দ্রাবিড় : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে মাত্র চারটি আইপিএল ম্যাচ জেতানো রাহুল দ্রাবিড় এই দলের সবচেয়ে খারাপ পারফরম্যান্স দেওয়া অধিনায়ক।

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স

গৌতম গম্ভীর : ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেন গৌতম গম্ভীর। তাঁর অধিনায়কত্বে ১২২টি ম্যাচের মধ্যে ৬৯টিতে (৫৭.৪৩ শতাংশ) জেতে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে শাহরুখ খানের দলকে আইপিএল চ্যাম্পিয়নও করেন গৌতম গম্ভীর।

ব্রেন্ডন ম্যাকুলাম : কলকাতা নাইট রাইডার্সকে ১৩টি আইপিএল ম্যাচে নেতৃত্বে দেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্রেন্ডন ম্যাকুলাম। সেই সময় মাত্র তিনটি ম্যাচ জেতে শাহরুখ খানের দল। তাই তিনিই দলের সবচেয়ে খারাপ পারফরমিং অধিনায়ক।

কিংস ইলেভেন পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

যুবরাজ সিং : আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৭টি ম্যাচে জয়ী করা যুবরাজ সিং এই দলের সেরা অধিনায়ক। তাঁর জয়ের হার ৫৮.৬২ শতাংশ।

কুমার সাঙ্গাকারা : শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারার নেতৃত্বে মাত্র তিনটি ম্যাচ জেতে কিংস ইলেভেন পাঞ্জাব। তাই তিনিই এই দলের সবচেয়ে খারাপ পারফরমিং অধিনায়ক।

English summary
Good and bad records of the captains of every team in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X