For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেগ চ্যাপেলের বাতিল করা ক্রিকেটার আজ ভারতীয় দলে, জানেন কে তিনি

দীপক চাহারকে নিয়েই অজানা গল্প জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করা দীপক চাহার এবার সুযোগ পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজে তিনি দলের সদস্য। কারণ জসপ্রীত বুমরাহ চোট পেয়ে ছিটকে গিয়েছেন।

এই চাহারকে নিয়েই অজানা গল্প জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি জানিয়েছেন, কীভাবে গ্রেপ চ্যাপেল কিশোর চাহারকে অবজ্ঞা করেছিলেন ও ক্রিকেট ছেড়ে দিতে বলেছিলেন। সেখান থেকে উঠে এসে তিনি জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন।

গ্রেগ চ্যাপেলের বাতিল করা ক্রিকেটার আজ ভারতীয় দলে

চাহার রাজস্থানের হনুমানগড়ে অনুশীলন করতেন। সেখানে ততকালীন রাজস্থান ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর গ্রেগ চ্যাপেলের সঙ্গে সাক্ষাত হলে তিনি অনুতসাহিত শুধু করেছিলেন তাই নয়, দীপক চাহারকে ক্রিকেট ছেড়ে দিতে বলেন। কারণ চ্যাপেলের মতে ক্রিকেটার হওয়ার যোগ্যতা নাকি চাহারের ছিল না।

তবে সমস্ত বাধা কাটিয়ে চাহার আইপিএলে নিজের স্যুইং বোলিং দিয়ে সকলকে মাত করেছেন। ১২ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আর এবার ভারতীয় দলের দরজাও তাঁর জন্য খুলে গিয়েছে।

English summary
Greg Chappell told Dipak Chahar that he would never become a cricketer, reveals Aakash Chopra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X