For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ যা হল তাতে খুশি, আমি ক্রিকেটে ফিরবই : শ্রীসন্থ

Google Oneindia Bengali News

নয়াদিল্লি/তিরুবন্তপুরম, ১৬ জানুয়ারি : বেটিং কাণ্ডে আপাতত বিচারাধীন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীসন্থ। এই অভিযোগের জেরে আপাতত ক্রিকেজ জগতের বাইরে তিনি। কিন্তু তবুও তিনি নিশ্চিত পুরোদমে ক্রিকেটে আবারও ফিরবেন।

আরও পড়ুন : আইপিএল স্পট ফিক্সিং : মুদগল কমিটির রিপোর্টে ধোনি ও রায়নার নাম

২০১৩ সালে ইন্ডিয়ার সুপার লিগে রাজস্থান রয়্যালল-এর হয়ে খেলার সময় বেটিং ও ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ ওঠে শ্রীসন্থের বিরুদ্ধে। তারপর থেকেই ক্রিকেট থেকে নির্বাসিত হন তিনি। তাকে গ্রেফতার করা হয় পরে জামিনে মুক্তি পান। যদিও মামলা চলছে। মামলার শুনানিতে দিল্লি আদালতে হাজিরও হয়েছিলেন তিনি। কিন্তু কিসের ভিত্তিতে তিনি ক্রিকেটে ফেরার বিশ্বাস দেখাচ্ছেন?

আজ যা হল তাতে খুশি, আমি ক্রিকেটে ফিরবই : শ্রীসন্থ

মামলার শুনানি হওয়ার সময়ই আদালত থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন শ্রীসন্থ। শুক্রবার আদালত প্রশ্ন তোলে কেন শ্রীসন্থকে গ্রেফতার করা হয়েছিল? শ্রীসন্থের বিরুদ্ধে কী তথ্যপ্রমাণ রয়েছে? আর তাতেই আশার কিরণ দেখতে পেয়েছেন শ্রীসন্থ।

আদালতের মনোভাবে আশাবাদী শ্রীসন্থ জানিয়েছেন, "আজকে যা হল তার জন্য আমি আমি একাধিকবার বলেছি আমি কোনও অন্যায় করিনি। আমি ভাগ্যবান যে আনার মা-বাবা, পরিবার, স্ত্রী, বন্ধুরা সবসময়ে আমার পাশে দাঁড়িয়েছে। আমি নিশ্চিত আমি আমি আবার ক্রিকেটে ফিরে আসতে পারব। আমার কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমি শুরু ক্রিকেট জীবনে ফিরে আশতে চাই।"

English summary
Happy with what happened today, I will return to cricket: Sreesanth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X