For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেগ চ্যাপেলকে ফের আক্রমণ করে বসলেন হরভজন সিং, কী বললেন লেজেন্ড

গ্রেগ চ্যাপেলকে ফের আক্রমণ করে বসলেন হরভজন সিং, কী বললেন লেজেন্ড

  • |
Google Oneindia Bengali News

টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ গ্রেগ চ্যাপেলকে আরও একবার আক্রমণ করে বসলেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। এমএস ধোনির সুখ্যাতি প্রসঙ্গে ভাজ্জি সাফ জানালেন, গ্রেগের অধীনেই চরম দুঃসময় দেখেছে ভারতীয় ক্রিকেট।

ধোনি সম্পর্কে গ্রেগ

মহেন্দ্র সিং ধোনিকেই বিশ্বের সেরা ফিনিশার বলে আখ্যা দিলেন গ্রেগ চ্যাপেল। তাঁর বক্তব্য, প্রথম দিকে তিনি ধোনির ম্যাচ শেষ করতে পারা নিয়ে চ্যালেঞ্জ করতেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার বিতর্কিত কোচ। অধিকাংশ ক্ষেত্রে ধোনি সেই চ্যালেঞ্জ জিততেন বলেও জানিয়েছেন গ্রেগ। ২০০৫ সালে জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ওই ইনিংস তাঁর দেখা বিশ্বের অন্যতম সেরা পাওয়ার হিটিং পারফরম্যান্স বলে জানিয়েছেন গ্রেগ চ্যাপেল। তবে তিনি ধোনিকে কখনও কখনও গ্রাউন্ড শট নিতে বলতেন বলেও জানিয়েছেন অজি লেজেন্ড।

হরভজনের আক্রমণ

হরভজনের আক্রমণ

আরও একবার বিতর্কিত গ্রেগ চ্যাপেলকে আক্রমণ করে বসলেন হরভজন সিং। মহেন্দ্র সিং ধোনির সুখ্যাতি প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাজ্জি লেখেন, গ্রেগের অধীনেই সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ভাজ্জির কথায়, সেই দলের দক্ষ ক্রিকেটারদের তুলে বাউন্ডারির বাইরে পাঠাতে ব্যস্ত ছিলেন গ্রেগ। তাই হয়তো তিনি ধোনিকে গ্রাউন্ড শট খেলতে বলেছিলেন বলে মজার ছলে টিপ্পনি কেটেছেন টার্বুনেটর।

সৌরভ বনাম চ্যাপেল

সৌরভ বনাম চ্যাপেল

২০০৫ সালে গ্রেগ চ্যাপেলকে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ করার ক্ষেত্রে নিজের সায় দিয়েছিলেন সেই সময়ের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু দায়িত্ব নিয়ে সবার প্রথমে মহারাজের হাত থেকে অধিনায়কত্ব কেড়ে নিয়েছিলেন গ্রেগ। অচিরেই দল থেকে বাদও পড়েছিলেন দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক। সূত্রের খবর, এ কাজে গ্রেগ চ্যাপেলকে প্রচ্ছন্ন মদত দিয়েছিলেন জাতীয় নির্বাচকদের মধ্যে কেউ কেউ। গ্রেগের নীতিতে অতিষ্ঠ হয়ে তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটাররা।

হরভজনের প্রতিবাদ

হরভজনের প্রতিবাদ

সৌরভ গঙ্গোপাধ্যায়কে অন্যায়ভাবে জাতীয় দল থেকে বাদ দেওয়ার পর গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে প্রথম মুখ খুলেছিলেন দেশের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। এর জন্য তাঁকে কোচের বিষ নজরে পড়তে হয়েছিল। বেশকিছু ম্যাচে ভাজ্জিকে বসিয়েও দেওয়া হয়েছিল। তবে পরে এই ইস্যুতে ফের মুখ খুলেছিলেন হরভজন।

করোনার ম্যারাথন লকডাউনে মাঠকর্মীদের জন্য প্রাণ কাঁদল তরুণ ক্রিকেটারেরকরোনার ম্যারাথন লকডাউনে মাঠকর্মীদের জন্য প্রাণ কাঁদল তরুণ ক্রিকেটারের

English summary
Harbhajan Singh attacks Greg Chappell for his remarks on MS Dhoni
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X