For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্ল্যাক লাইভস ম্যাটারস: ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে সেলেবদের ভূমিকা নিয়ে কী বললেন ভারতীয় ক্রিকেটার

ব্ল্যাক লাইভস ম্যাটারস: ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে সেলেবদের ভূমিকা নিয়ে কী বললেন ভারতীয় ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুতে উত্তাল গোটা বিশ্ব। কৃষাঙ্গ অভিযুক্তকে মাটিতে ফেলে শেতাঙ্গ মার্কিন অফিসার শ্বাস রোধ করে মেরে ফেলেন, ভিডিওতে তাই ধরা পড়েছে।

জর্জ একাধিকবার প্রাণ ভিক্ষা চেয়ে শ্বাস রোধ হয়ে আসার কথা বললেও পুলিশ নিরুত্তাপ থেকে ঘাড়ে আরও জোরে চাপ দিয়ে রাখে। পুলিশি হেফাজতে এমন অত্যাচারের ভিডিও ভাইরালের পর বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু। 'ব্যাক লাইভস ম্যারাটস' হ্যাস ট্যাগে বিশ্বজুড়ে ইতিমধ্যে জর্জের হত্যার বিচার চেয়ে ক্রমাগত পোস্টিং চলছে।

প্রতিবাদে এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

প্রতিবাদে এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

বর্ণবিদ্বেষের এই ঘটনায় ক্রীড়াদুনিয়াতেও সোরগোল। ড্যারেন স্যামি, ক্রিস গেইলরা ইতিমধ্যে ক্রিকেট মাঠে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার ঘটনা বন্ধ হওয়া উচিত জানিয়ে জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদ করেছেন। এবার অন্যভাবে এই প্রতিবাদে এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

ফর্সা হওয়ার ক্রিমে সেলিব্রিটদের ভূমিকায় নিয়ে আলোচনা

ফর্সা হওয়ার ক্রিমে সেলিব্রিটদের ভূমিকায় নিয়ে আলোচনা

জর্জের ঘটনার পর বলিউডের সেলিব্রিটিরা আগামী দিনে আর ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন করে বর্ণবৈষম্যের ধারণাকে আরও খুঁচিয়ে দেবে কিনা, সেই নিয়ে আলোচনা চলছে।

প্রতিবাদে যা লিখেেন অভয় দেওল

প্রতিবাদে যা লিখেেন অভয় দেওল

অভয় দেওল ভারতীয়দের কাছে ' ভারতীয় সেলিব্রিটিরা এখন ফেয়ারনেস ক্রিমকে সমর্থন করা বন্ধ করবেন?' এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। আর সেই প্রশ্নেই অভয়ের সমর্থনে পোস্ট করলেন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।

হরভজনের বক্তব্য

হরভজনের বক্তব্য

ভারতের হয়ে দুবার বিশ্বকাপ (২০০৭ টি-২০ ও ২০১১ পঞ্চাশ ওভারের ক্রিকেট) জেতা ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় অভয়ের সমর্থনে লিখেছেন, 'মার্কিন যুক্তরাষ্ট্রে যে ছবি আমরা দেখছি, এই আন্দোলনের পর সত্যিই বিশ্ববাসীর জাগ্রত হওয়ার প্রয়োজন।শুধু আমেরিকাতেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় বর্ণবিদ্বেষের অত্যাচার চলে। ভারতীয় সেলিব্রিটিদেরও এবার জাগ্রহ হওয়ার সময় এসেছে।' পৃথিবী জুড়ে ব্ল্যাক লাইভস ম্যারাটস নামে যে বিপ্লব চলছে তার সমর্থনে এভাবেই নাম না করে ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপন নিয়ে সেলেবদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানালেন ভাজ্জি।

English summary
Harbhajan Singh backs Abhay Deol thought on Indian celebrities over Black Lives Matter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X