For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাউদাম্পটনে ভারতের হারের জন্য একজনই দায়ী! কাকে দুষলেন ভাজ্জি

হরভজন সিংয়ের মতে, সাউথদাম্পটন টেস্টে রবিচন্দ্রন অশ্বিনের ব্যর্থতাই ভারতের পরাজয়ের প্রধান কারণ।

  • |
Google Oneindia Bengali News

সাউদাম্পটন টেস্টে ভারতের ৬০ রানে হারের জন্য রবিচন্দ্রণ অশ্বিনের কড়া সমোলেচনা করলেন হরভজন সিং। ম্যাচের উইকেট স্পিনারদের সহায়ক ছিল। যেখানে ইংরেজ অফস্পিনার মঈন আলি ৯টি ইউকেট তুলে ভারতের ব্য়াটিং লাইনআপকে দুই ইনিংসেই ধ্বংস করেছেন, সেখানে নিষ্প্রভ ছিলেন অশ্বিন। পেয়েছেন মাত্র ৩ উইকেট। তা নিয়েই সমালোচনায় মুখর হয়েছেন ভাজ্জি।

সাউদাম্পটনে ভারতের হারের জন্য একজনই দায়ী! কাকে দুষলেন ভাজ্জি

এদিন অশ্বিনের বিরুদ্ধে মুখ খুলে ভাজ্জি বলেন, 'উইকেট অফস্পিনারদের সহায়ক ছিল। রাফে বল ফেললেই অনেক উইকেট আসতে পারত। ঠিক সেটাই মঈন আলি করে দেখিয়েছে'। ভারতের হয়ে অনেক স্মরণীয় পারফরম্যান্স আছে ভাজ্জির। একজন ইংরেজ স্পিনার ভারতীয়দের থেকে ভাল বল করে গিয়েছে, এই বিষটিতে তাঁর আঁতে ঘা লেগেছে। তিনি বলেন, 'মঈন আলি, অশ্বিনের থেকে অনেক ভাল বল করেছে। আমি এই প্রথম ইংরেজ স্পিনারকে আমাদের স্পিনারের থেকে ভাল বল করতে দেখলাম।'

ভারতের হারের জন্য দ্বার্থহীনভাবে তিনি অশ্বিনকেই দায়ী করেছেন। ট্রেন্ট ব্রিজের ম্যাচে কুঁটকিতে চোট পেয়েছিলেন অশ্বিন। যার জন্য সাউদাম্পটনে তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। অনেকে বলেছেন সাউদাম্পটনে তাঁকে দেখে মনে হয়েছে অশ্বিন পুরো ফিট ছিলেন না। সেই তত্ত্বও মানতে নারাজ বরভজন। তিনি বলেন, 'জানি না অশ্বিনের চোট কতটা গুরুতর ছিল। তেমন গুরুতর চোট থাকলে টিম ম্যানেজেন্টের তা জানা উচিত ছিল। আর ও যদি সত্যিই ফিট হয়ে থাকে, তাহলে বলব ওর থেকে যা প্রত্যাশা করা হয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে ও'।

English summary
According to Harbhajan Singh, Ravichandran Ashwin's failure in the Southampton Test is the main reason for India's defeat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X