For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দাদা'র মতের অন্য পথে 'ভাজ্জু', দিন-রাতের টেস্ট নিয়ে কী এমন বললেন টার্বুনেটর!

ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে রচিত থাকবে ২২ নভেম্বর। এদিনই দেশের প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটে স্বর্ণাক্ষরে রচিত থাকবে ২২ নভেম্বর। এদিনই দেশের প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট ম্যাচের আসর বসতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত গোলাপি বলের টেস্ট ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই। এই ফর্ম্যাট দেশে ফের টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে বলেই দাবি ক্রিকেট বিশেষজ্ঞদের। এমনটা মনে করেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও। যদিও সেই মতের ভিন্ন পথে হাঁটলেন 'দাদা'র প্রিয় 'ভাজ্জু'।

কাল্কি কোচলিন

কাল্কি কোচলিন

মহিলাদের স্বার্থে একাধিক কাজ করেন বলিউডের এই অভিনেত্রী। স্পষ্টবাদী বলেই পরিচয় আছে তাঁক। একটি জনপ্রিয় নিউজ চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। টানা ১ বছর ধরে অত্যাচার সহ্য করতে হয়েছিল তাঁতে। ঘটনাটি বলতে গিয়ে ক্যামেরার সামনেই ভেঙে ভেঙে পড়েছিলেন সাংহাই অভিনেত্রী।

সৌরভের ভাবনা

সৌরভের ভাবনা

বিগত কয়েক বছর ধরে দেশে অনুষ্ঠিত হওয়া টেস্ট ম্যাচগুলিতে দর্শক সংখ্যা কমেছে উল্লেখযোগ্য ভাবে। কয়েক মাস আগে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। প্রতিটি ম্যাচেই স্টেডিয়াম শূণ্যই থেকেছে। টেস্ট ক্রিকেটের প্রতি দেশের মানুষের এই অনীহায় উদ্বিগ্ন হন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ভারতে টেস্ট ক্রিকেটের কৌলিন্য ফেরাতে পারে দিন-রাতের ফর্ম্যাট।

অনুষ্কা শঙ্কর

অনুষ্কা শঙ্কর

অন্য বাচ্চাদের মতো ছোটবেলাটা তাঁর সুখকর ছিল না। প্রখ্যাত সেতারবাদক অনুষ্কাকে ছোটবেলায় বেশ কয়েকবছর ধরে শারীরিক ও মানসিক হেনস্থা সহ্য করতে হয়েছিল। শঙ্কর পরিবারের পারিবারিক এক বন্ধু যাঁকে অনুষ্কা কাকু বলে ডাকতেন তিনিই অনুষ্কাকে তার যৌনলালসার শিকার বানিয়েছিলেন।

প্রথমবার সুপার হিট

প্রথমবার সুপার হিট

কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলা দেশের প্রথম আন্তর্জাতিক দিন-রাতের টেস্ট আপাত দৃষ্টিতে সফল বলা যেতে পারে। কারণ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবি, ইতিমধ্যেই নাকি এই টেস্টের প্রথম চার দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

সোফিয়া হায়াত

সোফিয়া হায়াত

সম্প্রতি টেলিভিশনের এই বম্বশেল সন্ন্যাস গ্রহণ করেছেন। যদিও তিনি আগেই খোলাখুলি জানিয়েছিলেন, তাঁর বয়স যখন ১০ বছর ছিল, তখন নিজের কাকার হাতেই যৌন হেনস্থা হতে হয়েছিল তাকে।

হরভজন তা মনে করেন না

হরভজন তা মনে করেন না

গোলাপি বলের ফর্ম্যাট যে ভারতে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে, তেমনটা কিন্তু মনে করেন না ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের আদরের 'ভাজ্জু'র মতে, দিন-রাতের হলেই যে টেস্ট ক্রিকেটে দর্শক সংখ্যা বাড়বে, তার কোনও মানে নেই। বরং ক্রিকেটের এই ফর্ম্য়াটকে দেশের ছোট ছোট শহরেও নিয়ে যেতে হবে, যেখানে মানুষ তাঁদের আইকনদের চাক্ষুষ করতে পারবেন বলে মনে করেন টার্বুনেটর। উদাহরণ হিসেবে হরভজনের বক্তব্য, সব আন্তর্জাতিক ম্যাচ পাঞ্জাবের মোহালিতে না ফেলে অমৃতসরে করলে, সেখানকার মানুষ ক্রিকেটের সঙ্গে আরও একাত্ম হতে পারেন।

অনুরাগ কাশ্যপ

অনুরাগ কাশ্যপ

আপনি যদি ভাবেন যে যৌন হেনস্থার শিকার শুরু মেয়েদেরকেই হতে হয় তাহলে আপনি খুব ভুল ভাবছেন। একটি সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ কাশ্যপ জানিয়েছিলেন, তিনি যখন ১০ বছরের ছিলেন তখন থেকে শুরু করে ২০ বছর বয়সী এক ব্যক্তি তাকে ১১ বছর ধরে যৌনশোষণ চালিয়েছিল।

পরিকাঠামো নিয়ে প্রশ্ন

পরিকাঠামো নিয়ে প্রশ্ন

হরভজন সিং-র কথায়, ভারতের ক্রিকেট স্টেডিয়ামগুলি অনুন্নত পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষের অভাব, মাঠ থেকে বিমুখ করছে দর্শকদের। বসার ব্যবস্থা সঠিক করলে, শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দর্শক ফের ক্রিকেট মাঠমুখী হবেন বলেও বিশ্বাস করেন টার্বুনেটর।

পামেলা অ্যান্ডারসন

পামেলা অ্যান্ডারসন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমনকী জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস-এর প্রতিযোগীও ছিলেন পামেলা। তাঁর স্বীকারোক্তি চমকে দিয়েছিল সবাইকে। মাত্র ৬ বছর বয়সে শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তিনি। মাত্র ১২ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন তিনি।

সোমি আলি

সোমি আলি

প্রাক্তন মডেল ও বলিউড অভিনেত্রী তথা সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি ছোটবেলার নির্যাতনের কথা নিজের মুখেই জানিয়েছেন। মাত্র ৪ বছর বয়সে যে নির্যাতন তাঁকে সহ্য করতে হয়েছিল তার বিবরণ দিয়েছেন তিনি। তিনি পরে জানিয়েছিলেন তাঁর সঙ্গে যা হয়েছে তা যাতে অন্য কারও সঙ্গে না হয়, এবং অন্যরা সতর্ক হতে পারেন তার জন্যই তিনি নিজের জীবনের এই অন্ধকারময় অধ্যায় সবার কাছে প্রকাশ করেছেন।

লেডি গাগা

লেডি গাগা

জনপ্রিয় পপ গায়িকা লেডি কাকা জানিয়েছিলেন মাত্র ৯ বছর বয়সে তিনি ধর্ষিত হয়েছিলেন। এই ঘটনার পর অবসাদে চলে গিয়েছিলেন তিনি। অনেক থেরাপি, চিকিৎসার পর এই ভয়ঙ্কর অতীত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন তিনি। লেডি গাগার কথায় সঙ্গীত তাকে এই অবস্থা থেকে উঠে আসতে অনেক সাহায্য করেছিল।

English summary
Harbhajan Singh is not keen about the success of pink ball test in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X