For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডু অর ডাই! করোনা আক্রান্ত প্রায় ৫০হাজার!এখন ঐতিহাসিক ইডেন টেস্ট স্মরণ করানোয় কি অন্য কোন বার্তা?

ডু অর ডাই! করোনা আক্রান্ত প্রায় ৫০হাজার!এখন ঐতিহাসিক টেস্ট স্মরণ করানোয় কি অন্য কোন বার্তা?

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে করোনা নিয়ে উদ্বেগ। ভারতে সংক্রমিতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে প্রায় ৫০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। এই পরিস্থিতি ডু অর ডাই! ভারতের ঐতিহাসিক টেস্ট স্মরণ করানোর মধ্যে দিয়ে কি অন্য কোন বার্তা দিলেন হরভজন সিং।

টেস্ট ক্রিকেটের চিরস্মরণীয় ম্যাচ

টেস্ট ক্রিকেটের চিরস্মরণীয় ম্যাচ

২০০১ সালের ইডেনে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট ৷ ভারতীয় ক্রিকেট তথা টেস্ট ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় ম্যাচ হয়ে লোকাগাথায় স্থান করে নিয়েছে। ইডেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফলো অনের মুখে পরেও রূপকথার প্রত্যাঘাতে ভারত ম্যাচ জিতেছিল। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে এটি চিরস্মরণীয় প্রত্যাবর্তন।

লকডাউনের মধ্যে ফের পুরোনা স্মৃতি উসকে দিলেন হরভজন

লকডাউনের মধ্যে ফের পুরোনা স্মৃতি উসকে দিলেন হরভজন

লকডাউনের মধ্যে ফের পুরোনা স্মৃতি উসকে দিলেন ২০০১ টেস্টের অন্যতম নায়ক হরভজন সিং। ভাজ্জি বলেন ইডেনের ঐ টেস্ট তো বটেই পাশাপাশি গোটা সিরিজটাই কেরিয়ারের 'ডু অর ডাই' সিচ্যুয়েশন ছিল। তাঁর কাছে ওই সিরিজের প্রতিটা ম্যাচই , 'করো ইয়া মরো'-র মতো ছিল বলেছেন হরভজন।

ভাজ্জি বলেন

ভাজ্জি বলেন

হরভজন জানিয়েছেন, সেই সময় তিনি বেশ কিছুদিন জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না ৷ পঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে রঞ্জিতেও সুযোগ পাচ্ছিলেন না ৷ তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাওয়া তাঁর কাছে অগ্নিপরীক্ষার সমান ছিল।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে বাবা প্রয়াত হয়েছিলেন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে বাবা প্রয়াত হয়েছিলেন

ভাজ্জি আরও বলেন, তাঁর বাবাও সেইসময় প্রয়াত হয়েছিলেন ৷ সব দিক থেকেই ভেঙে পড়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য ঐ অজি সফর তাঁর কাছে শেষ সুযোগ ছিল।

সৌরভের অধিনায়কত্বে ভারতের প্রত্যাবর্তন

ফলো অনের চাপে পরে মাটি কামড়ে আকড়ে থেকে ইডেনে ভারত ম্যাচ জিতেছিল।টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন নজির খুব কমই রয়েছে। সেই ম্যাচে ভি ভি এস লক্ষ্মণের অমর ইনিংস ২৮১-এর পাশাপাশি রাহুল দ্রাবিড় ১৮০ রান করেছিলেন।

হরভজনের হ্যাটট্রিক

হরভজনের হ্যাটট্রিক

ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন হরভজন সিং ৷ সব মিলিয়ে দুই ইনিংসে ৭ ও ৬ উইকেট। ভারত ফলো অনের মুখে পরেও ১৭১ রানে ঐতিহাসিক ইডেন টেস্ট জিতে টেস্টে অস্ট্রেলিয়ার জয়রথ থামিয়ে দিয়েছিল ভারত।

এখন ঐতিহাসিক টেস্ট স্মরণ করানোয় কি অন্য কোন বার্তা?

এখন ঐতিহাসিক টেস্ট স্মরণ করানোয় কি অন্য কোন বার্তা?

দেশে করোনা আক্রান্তের সংখ্যা যখন প্রায় ৫০ হাজার, তখন ভাজ্জির ঐতিহাসিক টেস্ট স্মরণ করানোয় কি অন্য কোন বার্তা? অনেকেই সেটাই মনে করছেন। দেওয়ালে পিঠে ঠেকা অবস্থায় এবার যে করেই হোক করোনাকে হারাতে হবে, পরোক্ষভাবে ভারতের প্রাক্তন ক্রিকেটার যেন এই বার্তাই দিলেন।

English summary
harbhajan singh reveals 2001 India vs australia test series was do or die situation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X