For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হরভজন সিং-র 'হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফট' মানল না বিসিসিআই

হরভজন সিং-র 'হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফট' মানতে অস্বীকার করল বিসিসিআই। এ ব্যাপারে টার্বুনেটর ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কোনও অনুমতি নেননি বলেও জানানো হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

হরভজন সিং-র 'হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফট' মানতে অস্বীকার করল বিসিসিআই। এ ব্যাপারে টার্বুনেটর ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে কোনও অনুমতি নেননি বলেও জানানো হয়েছে।

 হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফট

হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফট

২০২০ সালে ইংল্যান্ডে শুরু হচ্ছে এই ক্রিকেট প্রতিযোগিতা। তাতে অংশ নেবে মোট আটটি দল। প্রতি দলে পুরুষ ও মহিলা স্কোয়াড থাকবে। মুখোমুখি প্রতিযোগিতায় দুটি দল ১০০টি করে বল খেলবে। যে দল বেশি রান করবে, তারাই জয়ী হবে। হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফটের লিগ স্তরে ৩২টি ম্যাচ হবে। লিগের তিনটি সেরা দল ফাইনালে লড়াই করবে।

হরভজনের অন্তর্ভূক্তি

হরভজনের অন্তর্ভূক্তি

খবর রটে যায় যে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফটে নাম নথিভূক্ত করেছেন ভারতের হরভজন সিং। ইংল্যান্ডের বেন স্টোকস, জো রুট, জনি বেয়ারস্টোরাও ইতিমধ্যে এই প্রতিযোগিতায় নাম নথিভূক্ত করেছেন বলে খবর।

তবে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

তবে কী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও অবসর নেননি হরভজন সিং। জাতীয় দল থেকে বাদ পড়লেও, আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন টার্বুনেটর। বিসিসিআই-র নিয়ম অনুযায়ী অবসর না নেওয়া পর্যন্ত আইপিএলের বাইরে কোনও ক্রিকেট লিগে খেলতে পারবেন না দেশের কোনও ক্রিকেটার। তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেই কানাডা টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ পান যুবরাজ সিং।

 বিসিসিআই জানে না

বিসিসিআই জানে না

হ্য়ান্ড্রেড প্লেয়ার ড্রাফটে অন্তর্ভূক্ত হওয়ার ব্যাপারে হরভজন সিং তাদের কিছু জানাননি বলেই দাবি বিসিসিআই-র।

English summary
Harbhajan Singh's Hundred player draft is not correct, says BCCI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X