For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যক্তি এমএস ধোনি কতটা বন্ধুসুলভ, খোলা মনে জানালেন হরভজন সিং

ব্যক্তি এমএস ধোনি কতটা বন্ধুসুলভ, খোলা মনে জানালেন হরভজন সিং

  • |
Google Oneindia Bengali News

জাতীয় দল এবং আইপিএলে একসঙ্গে খেলার সৌজন্যে মহেন্দ্র সিং ধোনিকে খুব কাছ থাকে দেখা হরভজন সিং, দেশের সর্বকালের সেরা অধিনায়কের ব্যক্তি-স্বত্বাকে দুর্দান্তভাবে চিনেছেন। খোলা মনে সে সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করলেন টার্বুনেটর। শুরুতে কেমন ছিলেন এমএস ধোনি, সময়ের সঙ্গে নিজেকে কতটা পরিবর্তন করেছেন তিনি, অকপটে সবটাই জানালেন ভাজ্জি।

শুরুর ধোনি

শুরুর ধোনি

হরভজন সিং-র কথায়, মহেন্দ্র সিং ধোনি যখন প্রথম ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন, তখন তিনি খুবই লাজুক প্রকৃতির ছিলেন। এগিয়ে এসে কারও সঙ্গে সেভাবে কথা বলতেন না। কাও ঘরে গিয়ে তিনি কড়া নাড়তেন না। ক্রিকেটের বাইরে ধোনি একাকী থাকতে ভালোবাসতেন বলেও জানিয়েছেন হরভজন।

অধিনায়কত্বের প্রথম এক বছর

অধিনায়কত্বের প্রথম এক বছর

ভারতীয় দলের অধিনায়ক হওয়ার পরের এক বছরেও এমএস ধোনির স্বভাবে পরিবর্তন দেখা দেয়নি বলে জানিয়েছেন হরভজন সিং। অধিনায়ক হয়েও ধোনি শান্ত-সমাহিত থাকতেন, সবার মতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সবাইকে স্বাধীনতা দিতেন বলেও জানিয়েছেন ভাজ্জি। দলের সব খেলোয়াড়ের সঙ্গে এমএসের সুসম্পর্ক ছিল বলে জানিয়েছেন হরভজন।

২০০৮-র সিডনি টেস্ট

২০০৮-র সিডনি টেস্ট

হরভজন সিং-র কথায়, ২০০৮-র বিতর্কিত সিডনি টেস্টের পর গোটা ভারতীয় ক্রিকেট দল এক জায়গায় এসে দাঁড়িয়েছিল। অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে 'মাঙ্কিগেট' বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ভাজ্জি। ঠিক সেই সময় ধোনি নিজের খোলস থেকে বেরিয়ে মতামত দেওয়া শুরু করেছিলেন বলে জানিয়েছেন দেশের প্রাক্তন স্পিনার। সেদিন থেকেই এমএসের স্বভাব পরিবর্তন হতে শুরু করে বলে জানিয়েছেন ভাজ্জি।

ধোনির থেকে শিক্ষা

ধোনির থেকে শিক্ষা

হরভজন সিং-র কথায়, দলের প্রত্যেক ক্রিকেটারকে সমানাধিকার দেওয়ার পক্ষপাতি ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এখনও তিনি একই রকম রয়েছেন। এমএসের এই গুণ শিক্ষনীয় বলে জানিয়েছেন ভাজ্জি।

English summary
Harbhajan Singh speaks about MS Dhoni's character and how it change after 2008
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X