For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের দেখানো পথে করোনায় যুদ্ধে মানবিক হরভজন, দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন ভাজ্জি

সৌরভের দেখানো পথে করোনায় যুদ্ধে মানবিক হরভজন, দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন ভাজ্জি

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় ক্যাপ্টেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের দেখানো পথে হাঁটলেন হরভজন সিং। করোনার কারণে ২১ দিনের লকডাউনে রাজ্যে দরিদ্র মানুষদের রুটি-রুজিতে টান পড়েছে। এই পরিস্থিতিতে গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন সৌরভ। সেই পথেই এবার পাঞ্জাবে ৫০০০ দরিদ্র মানুষের মুখে অন্ন তুলে দিতে চলেছেন ভারতীয় স্পিনার হরভজন সিং।

ইনস্টাগ্রামে যা জানালেন ভাজ্জি

সোশ্যাল মিডিয়ায়ভাজ্জি লিখেছেন, 'কঠিন পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকা উচিত। স্ত্রী গীতা ও আমি সিদ্ধান্ত নিয়েছি করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে জলন্ধরের ৫০০০ দরিদ্র পরিবারের মুখে অন্ন তুলে দিয়ে আমরা সাহায্য করব।'

সৌরভের দান

সৌরভের দান

উল্লেখ্য রাজ্যের গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে দেশের প্রাক্তন অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় রাজ্যের ত্রাণে ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন। সেই সঙ্গে লকডাইনের সময়ে দরিদ্র মানুষদের সমস্যা দূর করতে বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেছেন। পাশাপাশি লকডাউন ওঠা না পর্যন্ত চলতি শনিবার থেকে ইসকন মন্দিরে ১০ হাজার মানুষের খাবারের দায়িত্ব নিয়েছেন সৌরভ।

ওয়াঘার ওপারের মানুষের জন্যেও মানবিক ভাজ্জি

ওয়াঘার ওপারের মানুষের জন্যেও মানবিক ভাজ্জি

শুধু এদেশের জন্যেই নয়, ওয়াঘার ওপারে মানুষদের জন্যেও মানবিক ভাজ্জি। পাকিস্তানে করোনা আক্রান্তের জন্যে শাহিফ আফ্রিদি দারুণ কাজ করছেন। আফ্রিদির ফাউন্ডেশন পাকিস্তানের করোনা আক্রান্ত সময়ে গরীব মানুষদের মুখে অন্নের যোগান তুলে দিয়েছে। সেই ভিডিও দেখে টুইটে আফ্রিদির ফাউন্ডেশনের জন্য বিশ্ববাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করেছেন ভাজ্জি।

মানবিক যুবরাজ

মানবিক যুবরাজ

ভাজ্জির মতো আফ্রিদির ফাউন্ডেশনের জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য়ের অনুরোধ করেছেন যুবরাজ। সেই সঙ্গে মোদীর ত্রাণ তহবিলে যুবি ৫০ লক্ষ টাকা দান করেছেন।

English summary
Harbhajan Singh to feed 5000 families in Jalandhar during CoronaVirus lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X