For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হার্দিকে কেপে গেল ইংল্যান্ড ব্যাটিং লাইন-আপ, সঙ্গে যোগ্য সহায়তা ইশান্ত, সামি ও বুমরাহের

এই প্রথম এবারের টেস্ট সিরিজে ভারতীয় বোলিং-কে ভয়ঙ্কর দেখাল। আর এই ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতীয় বোলিং অ্যাটাকের জন্য তৃতীয় টেস্টে ইংল্যান্ড কার্যত কোণঠাসা হয়ে পড়ল।

Google Oneindia Bengali News

এই প্রথম এবারের টেস্ট সিরিজে ভারতীয় বোলিং-কে ভয়ঙ্কর দেখাল। আর এই ভয়ঙ্কর হয়ে ওঠা ভারতীয় বোলিং অ্যাটাকের জন্য তৃতীয় টেস্টে ইংল্যান্ড কার্যত কোণঠাসা হয়ে পড়ল। হার্দিক পাণ্ডিয়ার ৫ উইকেটে দখলে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কার্যত পিছিয়ে পড়ল ইংল্যান্ড।

তৃতীয় টেস্টে তৃতীয় পেসার নামানোর ফল পেল ভারত

এদিন টেস্টের খেলা শুরু হতেই ভারতের ইনিংস বেশিক্ষণ টেকেনি। শনিবারের ইনিংসের সঙ্গে মাত্র ২৬ রান যোগ করেই শেষ হয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। ইংল্য়ান্ড ব্যাট করতে নেমে ৫৪ রানে প্রথম উইকেট হারায়। ইশান্তের বিষাক্ত সুইং- অ্যালিস্টার কুক-এর ব্যাটের কানা ছুঁয়ে বেরিয়ে যায়। এর পরের ওভারেই বুমরাহ-র বিষাক্ত সুইং-এ জেনিংসও কট-বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের রাস্তা ধরেন। তবে, সবাইকে অবাক করে দিয়ে গেলেন হার্দিক পাণ্ডিয়া। কখনও আউট সুইং, কখনও পা লক্ষ্য করে বল বা গতি আর লাইনের বিভ্রাটে ফেলে ব্যাটসম্যানের মানসিকতাকে আক্রমণ করা- এই কাজগুলি হার্দিক এতটাই সফলভাবে করলেন যে ঝুলিতে ঢুকে গেল ৫ উইকেট।

এই পাঁচ উইকেট নিতে হার্দিক খরচ করেছেন ৬ ওভার। রান দিয়েছেন ২৮। একটি মেডেন ওভারও নিয়েছেন। ইশান্ত ও বুমরাহ ২টি করে এবং মহম্মদ সামি ১টা করে উইকেট নিয়ে নেওয়ায় ইংল্যান্ডর পক্ষে প্রথম ইনিংসে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। যার ফলে শেষপর্যন্ত ১৬১ রানে তৃতীয় টেস্টে প্রথম ইনিংস শেষ করে ইংল্যান্ড।

English summary
Indian pacers are exceptionally bowled well in the first innings of third test. As a result England first innings is restricted within 161 score.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X