For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঠে নেমেই ফের বিতর্কে হার্দিক, বিসিসিআই-র নিয়ম ভাঙায় হতে পারে বড় জরিমানা!

Google Oneindia Bengali News

অবশেষে চোট সারিয়ে ক্রিকেটে ফিরলেন 'ফিট' হার্দিক পান্ডিয়া। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেই নতুন বিতর্ক জন্ম দিলেন ভারতীয় এই অল রাউন্ডার। তবে সঙ্গে ব্যাট ও বল হাতে ঝড়ও তুললেন একাধারে। মুম্বইয়ে ডিওয়াই পাতিল টি-২০ কাপে রিলায়েন্স-১ দলের হয়ে মাঠে নামেন হার্দিক। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত।

রণবীর কাপুর একমাত্র যিনি পার্টিতে মদ্যপান বা ধূমপান করেননি

রণবীর কাপুর একমাত্র যিনি পার্টিতে মদ্যপান বা ধূমপান করেননি

একটি সূত্রের তরফে জনপ্রিয় এক দৈনককে জানানো হয়েছে, "সঞ্জয় বেশ কয়েক পেগ মদ খাওয়ার পর ঘটনার সূত্রপাত। পার্টিতে উপস্থিতদের মধ্যে রণবীর একমাত্র যিনি মধ্যপান ধূমপান কোনওটাই করেননি।"

মাঠে ফিরেই ঝড় তোলেন হার্দিক

মাঠে ফিরেই ঝড় তোলেন হার্দিক

ম্যাচে রিলায়েন্সের দলের হয়ে দুর্দান্ত ছন্দে দেখা যায় হার্দিককে। ব্যাট হাতে মাত্র ২৫ বলে করেন ৩৮। মারেন চারটি বিশাল ছক্কা। বল হাতেও সমান সফল ছিলেন এদিন। তুলে নেন তিন উইকেট। তবে বিতর্ক যেন এখন আর ছাড়তে চায় না হার্দিককে।

রণবীরকে নিয়ে সঞ্জয়ের ছবি প্রযোজনা

রণবীরকে নিয়ে সঞ্জয়ের ছবি প্রযোজনা

"সঞ্জয় বলেন আমি একটা ছবি প্রযোজনা করতে চাই, যেখানে তুমি অভিনয় করবে। রণবীর হেসে বলেন, নিশ্চয়ই।"

বিসিসিআই-এর নিয়ম ভাঙেন হার্দিক

বিসিসিআই-এর নিয়ম ভাঙেন হার্দিক

ব্যাট করতে নামার সময় হার্দিককে দেখা যায় ভারতীয় দলের হেলমেট পড়ে নামতে। যা বিসিসিআইয়ের নিয়ম বিরুদ্ধ। ২০১৪ সালেই বিসিসিআই জানিয়ে দিয়েছিল যে ঘরোয়া ক্রিকেটে খেলতে নামলে ভারতীয় দলের লোগো যুক্ত কোনও গিয়ার ব্যবহার করতে পারবেন না ক্রিকেটাররা। তবে এদিন হার্দিককে দেখা যায় বিসিসিআই-র লোগো থাকা হেলমেট পরে খলতে নামতে।

ছবির নাম নিয়ে মজা

ছবির নাম নিয়ে মজা

"এরপরই সরাসরি সঞ্জয় দত্ত বলেন ছবির নাম হবে লাড্ডু। তারপর হবে অমৃতি, জিলিপি, পেড়া আরও কত কী..."

হার্দিক প্রসঙ্গে বিসিসিআই কর্তার বক্তব্য

হার্দিক প্রসঙ্গে বিসিসিআই কর্তার বক্তব্য

এই বিষয়ে এক বিসিসিআই আধিকারিক বলেন, 'এই নিয়মটি মরশুমের শুরু থেকেই রয়েছে তবে পশ্চিম অঞ্চল এবং পূর্ব অঞ্চলের মধ্যে সম্প্রতি শেষ হওয়া দেওধর ট্রফির ফাইনাল থেকে একটি পুরো মাত্রায় লাগু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' তবে পাঁচ মাস পরে মাঠে ফেরা হার্দিক এই বিষয়ে উদাসীন ছিলেন।

তাঁর বায়োপিকে অভিনয়ের যোগ্য নন রণবীর, ধারণা সঞ্জয়ের

তাঁর বায়োপিকে অভিনয়ের যোগ্য নন রণবীর, ধারণা সঞ্জয়ের

"সবাই ততক্ষণে বুঝে গিয়েছেন সঞ্জয় আস্তে আস্তে মেজাজ হারাতে শুরু করেছেন এবং রণবীরের মজা ওড়াচ্ছেন। কিছুক্ষণের নিঃস্তব্ধতার পর সঞ্জয় চেঁচিয়ে ওঠেন, আমি টিভিতে কয়েকদিন আগে বরফি দেখলাম। কীসের জন্য তুমি ওই সিনেমা করেছ? এরপর ২-৩টি গালাগালি দিয়ে সঞ্জু বলেন তুমি আবার আমার বায়োপিকে কাজ করছ? আমি জানি না কী করে ওরা তোমাকে নিল..."

ঘরোয়া টুর্নামেন্ট খেলে নিজেকে ঝালিয়ে নেবেন হার্দিক

ঘরোয়া টুর্নামেন্ট খেলে নিজেকে ঝালিয়ে নেবেন হার্দিক

এদিকে সূত্রের খবর, ভারতীয় অল রাউন্ডার ঘরোয়া টুর্নামেন্ট খেলে নিজেকে ঝালিয়ে নেওয়ার পরই জাতীয় দলের দরজায় কড়া নাড়তে পারবেন। ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে রিলায়েন্স ওয়ান ডে দলের হয়ে ভারতীয় অল রাউন্ডার তিনটি ম্য়াচ খেলবেন বলে জানানো হয়েছে।

সঞ্জয়ের ধারণা রণবীর পুরুষালি নন

সঞ্জয়ের ধারণা রণবীর পুরুষালি নন

"তোমার পুরুষালি ছবিতে অভিনয় করা উচিত। তুমি বরফির মতো সিনেমায় অভিনয় করছ? তোমার বন্দুক ধরে অ্যাকশন ছবিতে অভিনয় করা উচিত। তোমার মনে হয় আমি, সলমন এবং অজয় দেবগণের মতো অভিনেতারা এতদিন টিকতে পারতাম যদি পুরুষালি চরিত্রে অভিনয় না করতাম?"

অস্ত্রোপচারের পর বহুদিন মাঠের বাইরে থাকেন হার্দিক

অস্ত্রোপচারের পর বহুদিন মাঠের বাইরে থাকেন হার্দিক

এর আগে ইংল্যান্ডে হওয়া ২০১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে মেরুদণ্ডে চোট পান ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। লন্ডনে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়। গত ডিসেম্বরের শুরুতে তিনি দেশে ফিরে আসেন। ওই মাসের শেষ থেকে হার্দিকের ফিটনেস ট্রেনিং শুরু হয়।

রণবীরের জনসংযোগের অভাব

রণবীরের জনসংযোগের অভাব

এর পরেও সঞ্জয় দত্ত বলতে থাকেন, "সাধারণ মানুষের সঙ্গে তোমার কোনও সংযোগ নেই। যেটা হওয়াটা খুব জরুরী।" রণবীর অত্যন্ত ভদ্রভাবে সঞ্জয়ের অযথা জ্ঞান শেষ পর্যন্ত বসে বসে হজম করছিলেন। একবারের জন্যও তিনি তর্ক করেননি।

ফের ফিট হয়ে উঠেছেন হার্দিক

ফের ফিট হয়ে উঠেছেন হার্দিক

চোট সারিয়ে ভারতে ফেরার পর ব্যক্তিগত ফিটনেস ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে বিসিসিআই-র নির্দেশে ক্রিকেটারদের ফিট ঘোষণার ক্ষেত্রে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র বাধ্যতামূলক হয়ে যাওয়ায়, ওই সংস্থাতেই পরে শারীরিক প্রশিক্ষণ নিতে শুরু করেন ভারতীয় অল-রাউন্ডার।

শেষমেষ কোথায় গিয়ে থামল এসব?

শেষমেষ কোথায় গিয়ে থামল এসব?

এরপর পরিস্থিতি সামাল দিতে সঞ্জয়ের স্ত্রী মান্যতা ঘরে ঢোকেন এবং বলেন, অনেক রাত হয়ে গিয়েছে এবার সবার ডিনার করে নেওয়া উচিত। এরপরই সবাই খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে যান।

কবে ফিরবেন হার্দিক?

কবে ফিরবেন হার্দিক?

মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলবে ভারত। কোনও অঘটন না ঘটলে সেই সিরিজেই হার্দিক পান্ডিয়াকে ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন হার্দিক

ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন হার্দিক

ভারতের হয়ে ১১টি টেস্ট, ৫৪টি ওয়ান ডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলা হার্দিক পান্ডিয়া গত বছরের ২২ সেপ্টেম্বর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ফিরে আসার লড়াই চালাচ্ছেন।

English summary
hardik pandya in new controversy after breaking bcci rule in his comeback to cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X