For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারা ম্যাচে নয়া রেকর্ড স্পর্শ করলেন হার্দিক পান্ডিয়া

এক ম্যাচে ৩ উইকেট ও অর্ধশতরানের রেকর্ড এর আগে আইপিএলে একমাত্র যুবরাজ সিংয়ের ছিল। এবার হার্দিকও সেই দলে যোগ দিলেন।

  • |
Google Oneindia Bengali News

টগবগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চিন্নাস্বামীর মাঠে ১৪ রানে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। আরসিবি-র করা ১৬৭ রানের টার্গেট তাড়া করে ১৫৩ রানে থামে মুম্বই। আর এই জয়ের ফলে প্লে-অফে ওঠার দৌড়ে কার্যত ছিটকে গেল মুম্বই। এদিকে প্লে অফের দৌড়ে পিছনে হলেও ভেসে রইল আরসিবি।

হারা ম্যাচে নয়া রেকর্ড স্পর্শ করলেন হার্দিক পান্ডিয়া

হারা ম্যাচে অবশ্য ব্যাটে বলে দারুণ পারফর্ম করলেন হার্দিক পান্ডিয়া। প্রথমে বল হাতে ২৪ বছর বয়সী পান্ডিয়া ৩ ওভার করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন। আউট করেন বিরাট কোহলি, মনদীপ সিং ও ওয়াশিংটন সুন্দরকে।

একই ওভারে পরপর দুই বলে বিরাট ও মনদীপকে আউট করার পরে শেষ বলে সুন্দরকে আউট করেন হার্দিক। এছাড়া ব্রেন্ডন ম্যাককালামকে রান আউটও করেন তিনি।

এরপরে ব্যাট করতে নেমে মুম্বই ব্যাটসম্যানদের মধ্যে একা প্রতিরোধ গড়েন হার্দিক। করেন ৪২ বলে ৫০ রান। দাদা ক্রুণাল ২৩ ও জেপি ডুমিনি ২৩ রান করেন। আর কেউ বলার মতো রান পাননি।

এক ম্যাচে ৩ উইকেট ও অর্ধশতরানের রেকর্ড এর আগে আইপিএলে একমাত্র যুবরাজ সিংয়ের ছিল। তিনি তিনবার এই রেকর্ড গড়েন। ২০০৯ সালে আরসিবির বিরুদ্ধে যুবি ৫০ রান ও ২২ রানে ৩ উইকেট নেন। ২০১১ সালে দিল্লির বিরুদ্ধে ৬৬ রান করেন ও ২৯ রানে ৪ উইকেট নেন। ২০১৪ সালে যুবি রাজস্থানের বিরুদ্ধে ৮৩ রান করেন ও সেই ম্যাচে ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন।

English summary
Hardik Pandya matches this unique record with Yuvraj Singh in IPL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X