For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক কাপ কফির দাম বেশি পড়েছিল, এখন তাই অন্য পানীয় ধরেছি! করণকে খোঁচা হার্দিকের

এক কাপ কফির দাম বেশি পড়েছিল, এখন অন্য কিছু খাই! করণকে খোঁচা হার্দিকের

  • |
Google Oneindia Bengali News

'কফির ইউথ করণ' টিভি শোতে গিয়ে এক কাপ কফি খেয়ে বেশি দাম চোকাতে হয়েছিল! অতীতের বিতর্ক নিয়ে প্রোযজক ও অ্যাঙ্কর করণকে খোঁচা দিলেন হার্দিক পান্ডিয়া।

কী বেফাঁস কথায় ফেঁসেছিলেন হার্দিক

কী বেফাঁস কথায় ফেঁসেছিলেন হার্দিক

জনপ্রিয় টেলিভিশন শো-তে এসে মেয়েদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার জেরে ভারতীয় ক্রিকেটের দুই তারকা হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের ক্রিকেট কেরিয়ারে কালো দিন নেমে এসেছিল। 'কফির ইউথ করণ' -এ এসে নারীবেদ্বষী ও যৌন বিষয়ক বেফাঁস মন্তব্য করে বসেন হার্দিক। ছোটবেলার তিনি এক মেয়ের সঙ্গে যৌনসম্পর্কের পর বাড়িতে এসে তা বাবা-মাকে খুল্লামখুল্লা তা জানিয়ে দিয়েছিলেন! নিজের ছোটবেলার সাহসী কাণ্ডের কথা জানাতে গিয়ে এমন আপত্তিকর মন্তব্য করে ফেলায় ক্রিকেটারের কেরিয়ার অস্তমিত হওয়ার অবস্থা তৈরি হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় হার্দিক নিজের বক্তব্যের জন্যে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।

 সোশ্যাল মিডিয়ায় ঝড়

সোশ্যাল মিডিয়ায় ঝড়

করণের ঐ এপিসোডে হার্দিক ও রাহুলের সেই মন্তব্য থেকে মহাবিতর্ক তৈরি হয়। সুপ্রিম কোর্ট নিযুক্ত পরামর্শদাতা কমিটি দুই ক্রিকেটারকে সাময়িক নির্বাসনেও পাঠিয়েছিল। ঘটনা এখন যদিও অতীত। তবে লাইভ চ্যাটে এসে ফের একবার কফি শব্দে জোর দিয়ে সেই শোয়ের অ্যাঙ্কর করণ জোহরকে খোঁচা দিলেন পান্ডিয়া।

একবারই কফি খেয়েছিলাম

একবারই কফি খেয়েছিলাম

সম্প্রতি ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় হার্দিক বলেছেন, 'জীবনে একবারই কফি খেয়েছিলাম। ওরে বাবা অনেক দাম দিতে হয়েছিল। এখন আমি কফি খাই না। বরং গ্রিন টি পান করি। খুবই সুস্বাদু পানীয়। '

বন্ধ নয়, ফাঁকা মাঠে আইপিএল চান হার্দিক

বন্ধ নয়, ফাঁকা মাঠে আইপিএল চান হার্দিক

অন্য দিকে ইনস্টাগ্রামের ঐ আড্ডায় হার্দিক আরও বলেন, 'বন্ধ নয়, ফাঁকা মাঠে আইপিএলের পক্ষে।রঞ্জিতে ফাঁকা মাঠে খেলি। আইপিএল ফাঁকা মাঠে হলে খারাপ লাগবে, কিন্তু দর্শকদের মনোরঞ্জনের জন্য টিভিতে অন্তত একটা খেলা চালু হোক। তাই শূন্য গ্যালারিতে আইপিএল হলেও আমি তার পক্ষে। '

English summary
Hardik Pandya say Prefers to Drink Green Tea Because Coffee is Too Expensive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X