For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ছোটবেলায় ফিরে গেলেন হার্দিক-বুমরাহ, ছবিতে দেখুন

লকডাউনে ছোটবেলায় ফিরে গেলেন হার্দিক-বুমরাহ, ছবিতে দেখুন

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনে বাড়িতে গৃহবন্দি অবস্থায় ছোটবেলার স্মৃতিতে ডুব দিলেন হার্দিক-বুমরাহ। ক্রিকেট ছেড়ে এতদিন ঘরে থাকতে হবে দুই তারকারই এমন আন্দাজ ছিল না। ক্রিকেটজগতের প্রত্যেকেই ভাইরাসের জন্য গৃহবন্দি। প্রত্যেই বলছেন, প্রাণঘাতী ভাইরাসের ধাক্কায় পৃথিবী এখন সংকটময়। তাই এই পরিস্থিতে ক্রিকেট চলে না। সেকারণেই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। এর মাঝেই এবার স্মৃতির পাতায় ডুব দিলেন হার্দিক-বুমরাহ।

উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ

এই রাজ্যের মোট বিধানসভা আসন ৪০৩। মোট সাত দফায় এই রাজ্যে নির্বাচন হবে।
১১ ফেব্রুয়ারি (শনিবার)- প্রথম দফায় ৭৩টি আসনে ভোটগ্রহণ হবে।
১৫ ফেব্রুয়ারি (বুধবার) - দ্বিতীয় দফায় ৬৭টি আসনে ভোটগ্রহণ হবে।
১৯ ফেব্রুয়ারি (রবিবার) - তৃতীয় দফায় ৬৯ টি আসনে ভোটগ্রহণ হবে।
২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) - চতুর্থ দফায় ৫৩টি আসনে ভোটগ্রহণ হবে।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) - পঞ্চম দফায় ৫২টি আসনে ভোটগ্রহণ হবে।
৪ মার্চ (শনিবার) - ষষ্ট দফায় ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে।
৮ মার্চ (বুধবার) - সপ্তম দফায় ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।

উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে সরকারে থাকা সমাজবাদী পার্টির অন্তর্কলহ। যাদব পরিবারের কলহ নির্বাচনে কোনও প্রভাব ফেলতে পারে কি না তাই দেখার। লড়াইটা মূলত মায়াবতীর বসপার সঙ্গে সপার। তবে এবারের নির্বাচনে নোট বাতিলের প্রভাব বিজেপির ভোটে পড়ে কিনা সেদিকে নজর থাকবে। রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসের আদৌ কোনও উন্নতি হয় নাকি আরও অধঃপতন হয় তাও দেখার।

হার্দিকের পোস্ট

হার্দিকের পোস্ট

দাদার সঙ্গে ছোটবেলায় ক্রিকেট মাঠে খেলতে যাওয়া ছবি পোস্ট করেছেন হার্দিক। মুহূর্তে ভারতীয় তারকা অলরাউন্ডার যেন ২০১১ সালে ফিরে গিয়েছেন।

পাঞ্জাব

পাঞ্জাব

১ দফায় ১১৭টি আসনের জন্য ভোটগ্রহণ হবে এই রাজ্যে। ৪ ফেব্রুয়ারি শনিবার এই ভোটগ্রহণ হবে। পাঞ্জাবে মূলত ত্রিমুখী লড়াই হবে। সরকারে থাকা শিরোমনি আকালি দল, কেন্দ্রে থাকা বিজেপি এবং কংগ্রেসের থেকে জোরদার লড়াই পেতে পারে। এবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এই নির্বাচনে বড় ফ্যাক্টর হতে পারে।

হার্দিক যা লিখলেন

ইনস্টাগ্রাম পোস্টে হার্দিক লেখেন, 'এই তো সেদিন দাদার সঙ্গে খেলতে যাওয়ার মুহূর্ত। কী তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল।' উল্লেখ্য জুনিয়র ক্রিকেটে দুই ভাই ম্যাগি ব্রাদার্স নামে পরিচিত ছিল। অর্থের অভাব থাকলেও ক্রিকেটকে ভালোবেসে দুই ভাই সাধারণ পরিবার থেকে বাইশ গজে পা রাখেন। প্র্যাকটিস শেষে ম্যাগি খেয়েই দিন কাটিয়ে দিতেন, দুই দুই ভাইকে ম্যাগি বাদার্স বলে ডাকা হত।

গোয়া

গোয়া

৪ ফেব্রুয়ারি শনিবার পাঞ্জাবের সঙ্গেই গোয়ার ৪০টি আসনে ভোটগ্রহণ হবে।
বিজেপি নির্বাচনে জিতে গোয়া ধরে রাখতে নজর দিচ্ছে ঠিকই তবে আম আদমি পার্টি ছবিতে ঢুকে পড়ায় তা বিজেপির ক্ষেত্রে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

হার্দিকের পোস্টে যা লিখলেন শ্রেয়স আইয়ার

হার্দিকের পোস্টে যা লিখলেন শ্রেয়স আইয়ার

হার্দিকের পোস্টে শ্রেয়স পাল্টা লিখেছেন ভারতীয় ক্রিকেটে আমাদের সময়ে তোমারাই আমাদের করণ-অর্জুন।

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ড

উত্তরাখণ্ডে ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হবে। এই রাজ্যেও এক দফায় ভোটগ্রহণ হবে। এই রাজ্যে ৭০টি আসনে নির্বাচন হবে।
রাজ্যের ক্ষমতায় থাকা কংগ্রেসের অবস্থা এবার বেশ টলমল। সম্প্রতি মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের স্টিং সি়ডি মামলায় সন্দেহের আওতায় আসায় তার প্রভাব ভোটবাক্সে পড়বে কি না তা দেখার বিষয়। তার উপর মোদী হাওয়ায় বিজেপির পোয়া বারো হওয়ার সম্ভবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেশের হয়ে দারুণ সফল পান্ডিয়া ব্রাদার্স

দেশের হয়ে দারুণ সফল পান্ডিয়া ব্রাদার্স

হার্দিক ও তাঁর ভাই ক্রুণাল দুইজনেই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায় দেশের জার্সিতে খেলেছেন। দুই ক্রিকেটারেরই টি-২০ ক্রিকেটে সুনাম। দুজনেই আবার অলরাউন্ডার। হার্দিক ডানহাতি আর ক্রুণাল বাঁ-হাতি অলরাউন্ডার।

মণিপুর

মণিপুর

এই রাজ্যে ৬০টি আসনের জন্য ২ দফায় নির্বাচন গ্রহণ করা হবে। প্রথম দফায় ৪ মার্চ ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ৮ মার্চ ভোটগ্রহণ হবে।
এই নির্বাচনে অবশ্যই নজর কাড়বে ইরম শর্মিলা। ১৬ বছর অনশনে থাকার পর অবশেষে তিনি অনশন ভেঙেছেন। মণিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবির বিরুদ্ধে নির্বাচনে লড়ছেন শর্মিলা।

তিন আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছেন হার্দিক

তিন আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছেন হার্দিক

দেশের হয়ে ইতিমধ্যে স্বল্প ক্রিকেট কেরিয়ারে হার্দিক তিনটি আইসিসি টুর্নামেন্ট খেলে ফেলেছেন। ২০১৬ সালের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ,২০১৭ সালে চ্যাম্পিয়ন ট্রফি ও ২০১৯ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ খেলে ফেলেছেন হার্দিক। সেই সঙ্গে ওডিআইতে তিনি ধারাবাহিক সুযোগ পান। টেস্টে ইংল্যান্ড সফরে নজরে এসেছেন হার্দিক। চোট সারিয়ে আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের কথা থাকলেও করোনার কারণে টুর্নামেন্ট স্থগিত হওয়ায় এখনই তাঁর মাঠে ফেরা হয়নি।

বুমরাহের পোস্ট

অন্যদিকে হার্দিকের মতো জসপ্রীত বুমরাহও স্মৃতির পাতায় ডুব দিয়েছেন। অবসরে ছোটবেলার ছবি পোস্ট করছেন ভারতীয় ক্রিকেটের বুমবুম।

'যাদের পছন্দ হয় না, তাদের পাশে বসতেও পারব না', কেন এমন বললেন যুবরাজ সিং'যাদের পছন্দ হয় না, তাদের পাশে বসতেও পারব না', কেন এমন বললেন যুবরাজ সিং

English summary
Hardik Pandya shares throwback photo with brother Krunal, jasprit bumrah post childhood one
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X