For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড সফরের আগে কোথায় ফিটনেস পরীক্ষা হার্দিক পান্ডিয়ার?

নিউজিল্যান্ড সফরের আগে কোথায় ফিটনেস পরীক্ষা হার্দিক পান্ডিয়ার?

  • |
Google Oneindia Bengali News

জানুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে ও দুটি টেস্ট খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন ঘটতে পারে পিঠের চোট সারিয়ে ক্রিকেটে ফেরা অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তবে তার আগে নিজের ফিটনেস পরীক্ষা দিতে হবে তাঁকে।

নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সফর

আগামী ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে প্রথম টি-টোয়েন্টি খেলবে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে আরও চারটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২ ফেব্রুয়ারি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। ৫, ৮ ও ১১ ফেব্রুয়ারি যথাক্রমে হ্যামিলটন, অকল্যান্ড ও মাউন্ট মাউনগানাউই-তে তিনটি ওয়ান ডে-তে মুখোমুখি হবে দুই দল। ২১ ও ২৯ ফেব্রুয়ারি ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ড সফরে হার্দিকের কামব্যাক

নিউজিল্যান্ড সফরে হার্দিকের কামব্যাক

গত অক্টোবরে লন্ডনে পিঠে অস্ত্রোপচার হয় ভারতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার। তারপর থেকে কার্যত ক্রিকেটের বাইরে থাকা হার্দিক, জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের মাটিতে টি-টোয়েন্টিতে ভারতীয় দলে কামব্যাক করছেন বলে সূত্রের খবর।

ফিটনেস পরীক্ষা

ফিটনেস পরীক্ষা

পেসার জসপ্রীত বুমরার মতো হার্দিক পান্ডিয়াও ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির পরিবর্তে ব্যক্তিগত ট্রেনারের কাছে ফিটনেস ট্রেনিং নেন। তাই এনসিএ-র পরিবর্তে তাঁকে অন্য কোথাও ফিটনস পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে বুমরার মতোই হার্দিককেও সুযোগ দিয়েছে বিসিসিআই। তাঁকে নিউজিল্যান্ডগামী ভারতীয় এ দলে অন্তর্ভূক্ত করা হয়েছে। সেই দলের হয়ে ওয়ার্ম-আপ ম্যাচ খেলে হার্দিককে নিজের ফিটনেস পরীক্ষা দিতে হবে।

ফিটনেস পরীক্ষা নেবেন কে

ফিটনেস পরীক্ষা নেবেন কে

শনিবার সকালে দিল্লি থেকে নিউজিল্যান্ডের পথে রওনা হচ্ছে ভারতীয় এ দল। কিউয়ি-দের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে তারা। আগামী সপ্তাহে ওই সিরিজের ওয়ার্ম-আপ ম্যাচে হার্দিক পান্ডিয়ারে ফিটনেস পরীক্ষা দিতে হবে। ভারতীয় এ দলের সাপোর্ট স্টাফরা হার্দিকের রিপোর্ট কার্ড তৈরি করবেন বলে জানিয়েছে বিসিসিআই।

English summary
Hardik Pandya will give fitness test on India A warm-up match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X