For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন টুর্নামেন্টের হাত ধরে ফের ক্রিকেটে ফিরছেন 'ফিট' হার্দিক পান্ডিয়া?

কোন টুর্নামেন্টের হাত ধরে ফের ক্রিকেটে ফিরছেন 'ফিট' হার্দিক পান্ডিয়া?

  • |
Google Oneindia Bengali News

অবশেষে এল সেই সুখের খবর। চোট সারিয়ে ক্রিকেটে ফিরতে চলেছেন 'ফিট' হার্দিক পান্ডিয়া। সূত্রের খবর, ভারতীয় অল রাউন্ডার ঘরোয়া টুর্নামেন্ট খেলে প্রথমে নিজেকে ঝালিয়ে নেবেন। তারপর তিনি জাতীয় দলের দরজায় কড়া নাড়বেন বলে বিসিসিআই সূত্রে খবর।

টি-টোয়েন্টি টুর্নামেন্ট

টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বিসিসিআই সূত্রে খবর, ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন হার্দিক পান্ডিয়া। ওই টুর্নামেন্টে রিলায়েন্স ওয়ান ডে দলের ভারতীয় অল রাউন্ডার তিনটি ম্য়াচ খেলবেন বলে জানানো হয়েছে। আজ অর্থাৎ সোমবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ২৫ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার প্রথম ম্যাচ খেলবেন হার্দিক পান্ডিয়া।

হার্দিকের চোট

হার্দিকের চোট

ইংল্যান্ডে হওয়া ২০১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে মেরুদণ্ডে চোট পান ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। লন্ডনে তাঁর পিঠে অস্ত্রোপচার হয়। গত ডিসেম্বরের শুরুতে তিনি দেশে ফিরে আসেন। ওই মাসের শেষ থেকে হার্দিকের ফিটনেস ট্রেনিং শুরু হয়।

ফিটনেস ট্রেনিং

ফিটনেস ট্রেনিং

চোট সারিয়ে ভারতে ফেরার পর ব্যক্তিগত ফিটনেস ট্রেনারের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন হার্দিক পান্ডিয়া। তবে বিসিসিআই-র নির্দেশে ক্রিকেটারদের ফিট ঘোষণার ক্ষেত্রে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ছাড়পত্র বাধ্যতামূলক হয়ে যাওয়ায়, ওই সংস্থাতেই পরে শারীরিক প্রশিক্ষণ নিতে শুরু করেন ভারতীয় অল-রাউন্ডার। ইতিমধ্য়ে আরও একবার লন্ডনে গিয়ে পিঠের চোটের পরীক্ষা করান হার্দিক। সেখান থেকে ফিরে এসে ফের তাঁর ট্রেনিং শুরু হয়।

নিউজিল্যান্ড সফর

নিউজিল্যান্ড সফর

প্রথমে মনে করা হয়েছিল, নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটবে হার্দিক পান্ডিয়ার। নিউজিল্যান্ডগামী ভারতীয় এ দলে তাঁকেও অন্তর্ভূক্তও করা হয়। কিন্তু হার্দিক নিজেই সেই সফর থেকে সরে দাঁড়ান বলে জানানো হয়েছে। নিজেকে তৈরি করার জন্য আরও একমাস সময় নিয়ে নেন ভারতীয় অল রাউন্ডার।

দক্ষিণ আফ্রিকা সিরিজ

দক্ষিণ আফ্রিকা সিরিজ

আগামী মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলবে ভারত। কোনও অঘটন না ঘটলে সেই সিরিজেই হার্দিক পান্ডিয়াকে ফের ভারতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।

হার্দিকের শেষ ম্যাচ

হার্দিকের শেষ ম্যাচ

ভারতের হয়ে ১১টি টেস্ট, ৫৪টি ওয়ান ডে ও ৪০টি টি-টোয়েন্টি খেলা হার্দিক পান্ডিয়া গত বছরের ২২ সেপ্টেম্বর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। তারপর থেকে এখনও পর্যন্ত তিনি ফিরে আসার লড়াই চালাচ্ছেন।

English summary
Hardik Pandya will play DY Patil T20 tournament
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X