For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিতালি রাজ বিতর্কে নয়া মোড়! হরমনপ্রিত ও মান্ধানার চিঠিতে পাল্লা ভারী হল রমেশের

ভারত মহিলা টি২০ দলের অধিনায়ক হরমনপ্রিত কৌর এবং স্মৃতি মান্ধানা, বিসিসিআইকে অনুরোধ করেছেন যাতে রমেশ পাওয়ারকেই ভারতের মহিলা জাতীয় দলের কোচ হিসাবে কাজ চালানোর অনুমতি দেওয়া হয়। ।

  • |
Google Oneindia Bengali News

সোমবার (৩ ডিসেম্বর) ছিল ভারতের মহিলা ত্রিকেট দলের ওয়ানডে অধিনায়িকা মিতালী রাজের ৩৬তম জন্মদিন। আর এইদিনই তিনি আবার বড় ধাক্কা খেলেন তাঁর সতীর্থদের কাছ থেকেই। যে রমেশ পাওয়ারকে নিয়ে তাঁর মূল অভিযোগ, সেই পাওয়ারকেই কোচের পদে রেখে দেওয়ার জন্য ইমেল করে বিসিসিআই-এর কাছে সওয়াল করলেন টি২০ অধিনায়িকা হরমনপ্রিত কৌর ও ব্যাটার স্মৃতি মান্ধানা।

মিতালি রাজ বিতর্কে নয়া মোড়! হরমনপ্রিত ও মান্ধানার চিঠিতে পাল্লা ভারী হল রমেশের

হরমনপ্রিতের যুক্তি পরের টি২০ বিশ্বকাপ আর ১৫ মাসও বাকি নেই। আর ১ মাস পরেই আছে নিউজিল্যান্ড সফর। তাঁর দাবি, রমেশ তাঁদেরকে একটি দল হয়ে উঠতে সাহায্য করেছেন। কাজেই এই সময়ে তাঁকে সরিয়ে আরও ভালকাউকে আনার কোনও যুক্তি নেই।

মহিলা টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মিতালীকে বাদ দেওয়া হয়েছিল। তারপর দেশে ফিরে রমেশ তাঁকে বিভিন্ন সময়ে অপদস্ত করেছেন বলে অভিযোগ করেছিলেন মিতালী। রমেশও পাল্টা অভিযোগ করেন, মিতালী দলের স্বার্থ না দেখে নিজের জন্য খেলেন। এই অবস্থায় বিতর্কের অবসান ঘটাতে রমেশের চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

কিন্তু হরমনপ্রিত সোমবার বিসিসিআইয়ের সিওএ-সহ বেশ কয়েকজন পদস্থ কর্তাকে লেখা ইমেলে জানান, মিতালীকে বাদ দেওয়ার জন্য একা রমেশকে দায়ী করা ঠিক নয়। তিনি দাবি করেছেন সিদ্ধান্তটি তিনি নিজে, স্মৃতি মান্ধানা, নির্বাচক সুধা শাহ, কোচ পাওয়ার ও ম্যানেজার - সবাই মিলে নেওয়া হয়েছিল। তিনি আরও বলেছেন, কোনও ব্যক্তিগত কারণে নয়, ওই সিদ্ধান্ত ছিল একান্তই ক্রিকেটিয় যুক্তির।

স্মৃতি মান্ধানাও একটি ভিন্ন ইমেলে হরমনপ্রিতের কথাকেই সমর্থন করেছেন। হরমনপ্রিত আরও বলেছেন, এখন কোচ বদল হলে, তাদের আবার শূন্য থেকে শুরু করতে হবে। তাতে তাদের এতদিনের যে উন্নতি, তা মাঠে মারা যাবে।

তিনি জানিয়েছেন মিতালী ও রমেশের যে বিরোধ তা এইভাবে না মিটিয়ে দুজনকে এক টেবিলে বসিয়ে আলোচনার মাধ্যমে মেটানো উচিত। কোনও পরিবারের দুই সদস্যের বিরোধ যেভাবে মোটানো হয়। এতেই দলের মঙ্গল।

আশ্চর্যজনকভাবে হরমনপ্রিত ও স্মৃতির ইমেলে রমেসের ভূয়সী প্রশংসা থাকলেও দলে মিতালীর ভূমিকা, তাঁর অবদান ইত্য়াদি বিষয়ে কোনও শব্দ নেই।

English summary
T20 captain Harmanpreet Kaur and Smriti Mandhana have requested BCCI to allow Ramesh Power to continue as coach of the women’s national team. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X