For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিব কী এখনই বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়ে গিয়েছেন? পরিসংখ্যান কী বলে

ইংল্যান্ড বিশ্বকাপে তিনিই প্রধান চমক। কেরিয়ারের সায়াহ্নে ব্যাটে-বলে যে খেলাটা তিনি দেখাচ্ছেন, তাতে তাঁকে নতমস্তকে সেলাম জানাচ্ছে ক্রিকেট বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড বিশ্বকাপে তিনিই প্রধান চমক। কেরিয়ারের সায়াহ্নে ব্যাটে-বলে যে খেলাটা তিনি দেখাচ্ছেন, তাতে তাঁকে নতমস্তকে সেলাম জানাচ্ছে ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ শেষ হতে ঢের দেরি হলেও সবার একটাই প্রশ্ন, তবে কী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বাংলাদেশের শাকিব আল হাসানই!

এখনও পর্যন্ত বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যা পরিস্থিতি, তাতে অবশিষ্ট ভারত ও পাকিস্তান ম্যাচ না জিতলে টুর্নামেন্টের নক-আউটে পৌঁছতে পারবেন না টাইগার্সরা। কাজটা নিঃসন্দেহে কঠিন। যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায়, সেমি-ফাইনালের আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ, তা সত্ত্বেও টুর্নামেন্ট সেরা হওয়ার সম্পূর্ণ দাবিদার কিন্তু সেদেশের বাঁ-হাতি লেজেন্ড শাকিব আল হাসানই।

ইংল্যান্ড বিশ্বকাপে শাকিব

ইংল্যান্ড বিশ্বকাপে শাকিব

ইংল্যান্ড বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলে ৪৭৬ রান করা বাংলাদেশের এই বাঁ-হাতি অল-রাউন্ডার শাকিব আল হাসান এই মুহূর্তে টুর্নামেন্টর সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে। তাঁর পিছনে রয়েছেন ডেভিড ওয়ার্নার, জো রুট, অ্যারন ফিঞ্চের মতে মহাতারকারা। যা পরিস্থিতি, বাংলাদেশ বিশ্বকাপের সেমি ফাইনালে না পৌঁছলে রানের দিক থেকে হয়তো শাকিবকে টপকে যাবেন ওয়ার্নাররা। কিন্তু বল হাতে ৩২ বছরের বাংলাদেশি খেলোয়াড়ের কৃতিত্ব কী ছোঁয়া সম্ভব।

ইতিমধ্যেই টুর্নামেন্টে ১০টি উইকেট নিয়ে ফেলেছেন শাকিব। গ্রুপ পর্যায়ে আরও দুটি ম্যাচ আছে শাকিবের হাতে। ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে তিনি নিজের ঝুলিতে আরও কিছু রান ও উইকেট সংগ্রহ করতে পারবেন বলেই ক্রিকেট প্রেমীদের আশা।

হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট

হাফ সেঞ্চুরি ও ৫ উইকেট

কপিল দেব ও যুবরাজ সিংয়ের পর বিশ্বকাপের একই ম্যাচে অর্ধ-শতরান ও ৫ উইকেট নিয়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন শাকিব আল হাসান। ১৯৮৩-র বিশ্বকাপে এই কৃতিত্বের মালিক হয়েছিলেন কপিল দেব। ২০১১-র বিশ্বকাপে ইতিহাস গড়েছিলেন যুবি।

জয়সূর্যর আগে শাকিব

জয়সূর্যর আগে শাকিব

আফগানিস্তান ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর বিশ্বকাপে ২৭টি ম্য়াচ খেলে ১০১৬ রান ও ৩৩ উইকেটের মালিক হওয়া শাকিব আল হাসান ছাপিয়ে গেছেন শ্রীলঙ্কান লেজেন্ড সনৎ জয়সূর্যকে। বিশ্বকাপে ৩৮টি ম্যাচ খেলা জয়সূর্য ১১৬৫ রান ও ২৫ উইকেট নিয়েছেন।

চোট

চোট

বিশ্বকাপ শুরুর মাস কয়েক আগে আঙুলের চোটে ভুগছিলেন শাকিব। এর জন্য তাঁকে আইপিএলেও খেলতে দেখা যায়নি। সেই চোট সারিয়ে যে শাকিব যে এভাবে ফিরে আসবেন, তা হয়তো কেউ ভাবতেই পারেননি।

মাস্টার স্ট্রোক

মাস্টার স্ট্রোক

সাধারণত পাঁচে ব্যাট করে অভ্যস্ত শাকিব আল হাসানকে এই বিশ্বকাপে তিনে নামায় বাংলাদেশ। তা যে কত বড় মাস্টার স্ট্রোক, তা এখন প্রমাণ হচ্ছে। তিন নম্বরে ব্যাট করে ২১ ম্যাচে ১০৪৭ রান করেছেন শাকিব। বিশ্বকাপে করা দুটি অনবদ্য সেঞ্চুরি তার মধ্যে অন্তর্ভূক্ত।

English summary
Has Shakib Al Hasan already become the man of the series of World Cup 2019?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X