For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরসিবির বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, দেখে নিন কারা খেলছেন আজ দু'দলে

প্লে-অফে নিজেদের ভাসিয়ে রাখার লড়াইয়ে আজ বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Google Oneindia Bengali News

প্লে-অফে নিজেদের ভাসিয়ে রাখার লড়াইয়ে আজ বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরসিবির বিরুদ্ধে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত হায়দরাবাদের, দেখে নিন কারা খেলছেন আজ দুদলে

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এদিনের ম্যাচে দলে একটি পরিবর্তন এনেছেন হায়দরাবাদের অধিনায়ক উইলিয়ামসন। ভুবনেশ্বর কুমারের পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেয়েছেন বাসিল থাম্পি।

তবে, নিজেদের প্রথম একাদশে সানরাইজার্স দল বদল আনলেও, প্রথম একাদশে কোনও বদল আনেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই দল ধরে এদিন মাস্ট উইন ম্যাচে মাঠে নেমেছে আরসিবি।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ব্যাঙ্গালোরের। কিন্তু হাইপ্রোফাইল আরসিবি দল জিতেছে মাত্র ৫টি ম্যাচে। হার ৭টি ম্যাচে। দশ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তমস্থানে আছে ব্যাঙ্গালোর। এই পরিস্থিতিতে প্লে-অফের যে বিন্দুমাত্র আশাটুকু আছে তা বাঁচিয়ে রাখতে জিততেই হবে এই ম্যাচ। আজ যদি ব্যাঙ্গালোর হেরে যায়, তাহলে প্লে-অফের রাস্তা আজই বন্ধ হয়ে যাবে আরসিবির কাছে।

এক নজরে দেখে নিন দুই দলের প্রথম একাদশ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

পার্থিব পটেল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মনদীপ সিং, সরফরাজ খান, মইন আলি, কলিন ডি গ্র্যান্ডহোম, টিম সাউদি, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল

সানরাইজার্স হায়দরাবাদ:

অ্যালেক্স হেলস, শিখর ধবন, কেন উইলিয়ামসন, মনীশ পান্ডে, দীপক হুডা, সাকিব আল হাসান, শ্রীবৎস গোস্বামী, বাসিল থাম্পি, রশিদ খান, সিদ্ধার্থ কল, সন্দীপ শর্মা

English summary
In a crucial encounter SRH won the toss and elected to field first. SRH ma্e one change in first eleven.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X