For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশে সুযোগ পেতে চলেছে কারা

আজ প্রথম টেস্টে এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। এই টেস্টটি ১০০০তম টেস্ট হতে চলেছে ইংল্যান্ডের। তবে, ইংল্যান্ডের এই ঐতিহাসিক টেস্টে বিজয়ী দল হিসেবে নাম লেখাতে প্রস্তুত ভারত।

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের শুরুটা ভাল করলেও মাঝ পথেই ব্যর্থতার স্বাদ পেতে হয় টিম ইন্ডিয়াকে। দাপটের সঙ্গে টি২০ সিরিজ জিতলেও ওডিআই সিরিজে পর্যদুস্ত হতে হয় বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে।

এই পরিস্থিতিতে আজ প্রথম টেস্টে এজবাস্টনে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। এই টেস্টটি ১০০০তম টেস্ট হতে চলেছে ইংল্যান্ডের। তবে, ইংল্যান্ডের এই ঐতিহাসিক টেস্টে বিজয়ী দল হিসেবে নাম লেখাতে প্রস্তুত ভারত।

এক ঝলকে দেখে নিন এই টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

কেএল রাহুল

কেএল রাহুল

আইপিএল থেকেই ভাল ফর্মে রয়েছেন কেএল রাহুল। নির্ধারিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে ভাল ফারফর্ম করা রাহুলের কাছে চ্যালেঞ্জ ইংল্যান্ডের মাটিতে নিজের জাত চেনানো। এই ম্যাচে ভারতের প্রথম একাদশে জায়গা পেতে চলেছেন তিনি। ভারতের হয়ে ২৪টি টেস্ট খেলা রহুলের সংগ্রহ ১৫১২। ৪০ এর উপর গড়ে রান তোলেন রাহুল।

মুরলী বিজয়ে

মুরলী বিজয়ে

টেস্টে ভারতীয় দলে অটোমেটিক চয়েস মরলী। প্রয়জনে যেমন বির্ধ্বংশী মেজাজে ধরা দেন তিনি, তেমনই দলের প্রয়োজনে ধরে খেলতেও যথেষ্ট সাবলীল মরলী। এই ম্যাচে রাহুল ওপেনিং পার্টনার হিসেবে দেখা যেতে চলেছে মুরলীকে। ভারতের হয়ে ৫৭টি টেস্ট খেলা মুরলীর মোট রান ৩৯০৭। রাহুলের মতোই মুরলী বিজয়ের গড়ও ৪০ এর উপর।

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

মুরলী বিজয়ের মতো টেস্ট ক্রিকেটে ভারতীয় দলে অটোমেটিক চয়েস পূজারা। কিন্তু বিগত টেস্টগুলিতে সেই ভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি চেতেশ্বর পূজারা। এসেক্সের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও ব্যাটে রান পাননি তিনি। তবুও পূজারাকে রেখেই এই ম্যাচে দল সাজাতে চলেছে ভারত। টেস্টে ভারতের অন্যতম ভরসা পূজারা গড় ৫০.৫১। ৫৭টি টেস্টে ৪৪৯৬ রান করেছেন তিনি।

বিরাট কোহলি

বিরাট কোহলি

অধিনায়ক হিসেবে দলে নিশ্চিত ভাবেই জায়গা পাবেন কোহলি। দেশের হয়ে ৬৬টি টেস্ট খেলা কোহলির রান ৫৫৫৪। তাঁর গড় ৫৩.৪০।

অজিঙ্ক রাহানে

অজিঙ্ক রাহানে

রাহানেকে ইংল্যান্ডের বিরুদ্ধে নির্ধারিত ওভারে না খেলানো নিয়ে কম বিতর্ক সৃষ্টি হয়নি। টেস্ট দলে ভারতের অন্যতম ভরসা হলেন অজিঙ্ক রাহানে। ইংল্যান্ডের মাটিতে রাহানের পারফরম্যান্সও যথেষ্ট নজরকাড়া। ফলে রাহানেকে বাইরে রেখে দল সাজানোর কথা কখনওই ভাববে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ৪৪টি টেস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা অজিঙ্ক রাহানের রান ২৮৮৩। তাঁর গড় ৪৩.৬৮।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

ঋদ্ধিমান সাহার অনুপস্থিতিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। দীনেশের কাছে বড় সুযোগ হতে চলেছে দীনেশের কাছে। এই ম্যাচে ভারতীয় দলে সুযোগ পেতে চলেছেন দীনেশ। দেশের হয়ে ২৪টি টেস্টে সুযোগ পাওয়া কার্তিকের সংগ্রহ ১০০৪। তাঁর গড় ২৭.১৪।

রবিচন্দ্রন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন

নির্ধারিত ওভারের ক্রিকেটে নিয়মিত সুযোগ না পেলেও টেস্ট ক্রিকেটে এখনও দলের ভরসা অশ্বিন। তাঁর স্পিন অস্ত্র এই ম্যাচে বড় ভরসা হতেই পারে ভারতের কাছে। এছাড়া প্রয়োজনে ব্যাটটাও ভালই করতে পারেন এই ক্রিকেটার। ভারতের হয়ে ৫৮টি টেস্টে খেলে ৩১৬টি উইকেট নিয়েছএন অশ্বিন। ব্যাট হাতে তাঁর সংগ্রহ ২১৪৫।

হার্দিক পান্ডিয়া

হার্দিক পান্ডিয়া

এক মাত্র অলরাউন্ডার হিসেবে টেস্ট দলে জায়গা পেতে পারেন হার্দিক। ৭টি টেস্টে ৩৬৮ রান করেছেন হার্দিক। উইকেট নিয়েছেন ৭টি।

মহম্মদ সামি

মহম্মদ সামি

পারিবারিক সমস্যায় জর্জরিত সামির কেরিয়ারটাই শেষ হতে বসেছিল। দেশের অন্যতম সেরা পেসার তিনি। তাঁর গতিতে মুগ্ধ করেছে ওয়াসিম আক্রম এবং শোয়েব আখতারের মতো কিংবদন্তি বোলারকেও। ফেনি ডেভিলিয়ার্স প্রশংসা করেছেন সামির লাইন এবং লেন্থের। এই টেস্টে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকবে সামির মধ্যে। ভারতীয় পেস ব্যাটারির নেতৃত্বে থাকবেন সামি। দেশের হয়ে ৩০টি টেস্ট খেলেছেন সামি। মোট উইকেট পেয়েছেন ১১০টি। একটি অর্ধশতরানও করেছেন সামি।

ইশান্থ শর্মা

ইশান্থ শর্মা

এই ম্যাচে সামির পাশাপাশি ইশান্থের উপরও অনেকটাই নির্ভর করবে ভারতের পেস অ্যাটাক। ভারতের হয়ে ৮১টি টেস্ট খেলা ইশান্তের মোট টেস্ট উইকেট ২৩৪টি।

উমেশ যাদব

উমেশ যাদব

ওডিআই সিরিজে ভাল ফর্মে পাওয়া গিয়েছে উমেশকে। সিরিজের প্রথম টেস্টেও পেস সহায়ক এজবাস্টনের উইকেটে উমেশের উপর নির্ভর করবে ভারত। মোট ৩৭টি টেস্ট খেলেছেন উমেশ। ৩৭টি টেস্টে নিয়েছেন ১০৩টি উইকেট।

English summary
In the first test of the series India will face England at Edgbaston. Have a look on India’s probable eleven.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X