For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা: সৌরভের নেতৃত্বে ভারতের কিছু ঐতিহাসিক সিরিজ জয়

আজ ৪৬-এ পা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তারকা এই ক্রিকেটারকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন তাঁর অগুনিত ভক্ত।

Google Oneindia Bengali News

আজ ৪৬-এ পা দিলেন কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। তারকা এই ক্রিকেটারকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানালেন তাঁর অগুনিত ভক্ত। শুধু ভক্তরাই নন, সৌরভকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানান জাতীয় দলের তাঁর প্রাক্তন সতীর্থরাও। সচিন তেন্ডুলকর থেকে বীরেন্দ্র সহবাগ, সকলেই এদিন শুভেচ্ছা জানান সৌরভকে।

সৌরভের জন্মদিনে এক ঝলকে দেখে নিন দেশের জার্সিতে তাঁর নেতৃত্বে ভারতের কিছু অসামান্য জয়।
২০০১ কলকাতা টেস্ট: হারা ম্যাচ কী ভাবে জিততে হয়, তা এই টেস্টে দেখিয়ে দিয়েছিল সৌরভের টিম ইন্ডিয়া।

ভিভিএস লক্ষ্ণনের অনবদ্য ২৮১ রানের ইনিংস এবং দ্বিতীয় ইনিংসে হরভজন সিং এবং সচিন তেন্ডুলকরের অনবদ্য বোলিংয়ের সৌজন্যে ম্যাচ জিতে নেয় ভারত। পঞ্চম দিনে লাঞ্চের আগে ইনিং ঘোষণা করে অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে আহ্বান জানান সৌরভ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মাত্র দুই সেশনের মধ্যে ভাজ্জি ছয় উইকেট নিয়ে এবং সচিন তিন উইকেট নিয়ে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা জয়টা এনে দেয় ভারতকে।

২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি

২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি

শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে সৌরভের হাত ধরে ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারত। এর পর থেকেই শুরু হয় বিদেশের মাটিতে টিম ইন্ডিয়ার একের পর এক জয়যাত্রা।

২০০২ ন্যাটওয়েন্ট সিরিজ

২০০২ ন্যাটওয়েন্ট সিরিজ

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে সৌরভের ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের কথা। লর্ডসে ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রান তাড়া করতে নেমে যে দুরন্ত লড়াইয়ে জয়ে তুলে নেয় ভারত, তা অজানা নয় কোনও ক্রিকেটপ্রেমীরই। লর্ডসের ব্যালকনিতে ন্যাটওয়েস্ট সিরিজ জয়ের পর সৌরভের সেই জার্সি ওড়ানোর অঘটনা এখনও রোমাঞ্চিত করে ক্রিকেট সমর্থকদের।

২০০৩ বর্ডার-গাভাস্কার ট্রফি

২০০৩ বর্ডার-গাভাস্কার ট্রফি

অস্ট্রেলিয়ার মাটিতে অজি ব্রিগেডের বিরুদ্ধে দাপট দেখিয়ে সিরিজ জয় কাকে বলে, তা এই সিরিজে দেখিয়ে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অসামান্য লড়াইয়ে বিদেশের মাটিতে সিরিজ জয় করে সৌরভ দেখিয়ে দিয়েছিলেন, সঠিক পরিকল্পনা থাকলে অস্ট্রেলিয়াকেও তাদের মাঠে হারানো সম্ভব।

২০০৪ পাকিস্তানের মাটিতে সিরিজ জয়

২০০৪ পাকিস্তানের মাটিতে সিরিজ জয়

বালাজি এবং দ্রাবিড়ের অসাধারণ পারফরম্যান্সের উপর নির্ভর করে তৃতীয় টেস্ট জিতে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে নেয় ভারত। এই দুই ক্রিকেটারের অনবদ্য পারফরম্যান্সের পাশাপাশি এই টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ অবদান ছিল মহারাজের। তৃতীয় টেস্টে টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত ম্যাচের রঙ বদলে দেয় পুরোটাই।

English summary
India won many historic series under the captaincy of Sourav Ganguly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X