For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে আজ কী বাজি মারবে কলকাতা, জানুন কী বলছে পরিসংখ্যান

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। দুই দলের কাছেই মাস্ট উইন ম্যাচ এটি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে কিন্তু পরিসংখ্যানে এগিয়ে কেকেআর।

Google Oneindia Bengali News

আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। দুই দলের কাছেই মাস্ট উইন ম্যাচ এটি। এই ম্যাচে যে জিতবে, সেই দল ২০১৮ আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের। এবং যে দল হেরে যাবে তাদের এই বছরের জন্য আইপিএল যাত্রা শেষ হয়ে যাবে এখানেই।
তবে আজ ইডেন গার্ডেন্সে এই আইপিএলের অন্যতম ধারাবাহিক দলের মুখোমুখি হওয়ার আগে কিছুটা হলেও অ্যাডভান্টেজে রয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ইডেনে আজ কী বাজি মারবে কলকাতা, জানুন কী বলছে পরিসংখ্যান

টেবিল টপার হয়ে লিগের খেলা শেষ করলেও পর পর চার ম্যাচ হেরে এখন ব্যকফুটে এসআরএইচ। পাশাপাশি কেকেআর এর বিরুদ্ধে হায়দরাবাদের পরিসংখ্যানও বিশেষ ভাল নয়।

[আরও পড়ুন:ফাইনাল নিশ্চিত করতে আজ ঘরের মাঠে হায়দরাবাদের মুখোমুখি কলকাতা][আরও পড়ুন:ফাইনাল নিশ্চিত করতে আজ ঘরের মাঠে হায়দরাবাদের মুখোমুখি কলকাতা]

আইপিএলের ইতিহাসে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে এই দু'টি দল। যার মধ্যে ৯টি ম্যাচেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। পাঁচটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ।

সর্বিক পরিসংখ্যানের থেকেও এসআরএইচ-এর চিন্তা বাড়াচ্ছে ইডেন গার্ডেন্সে এসআরএইচ-এর পরিসংখ্যান। ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচেই কেকেআর-এর বিরুদ্ধে হেরেছে হায়দরাবাদের দলটি। জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে।

এই আইপিএলে গ্রুপ লিগের যে দু'টি ম্যাচে কেকেআর এর মুখোমুখি হয়েছে এসআরএইচের সেই দু'টি ম্যাচের একটি হেরেছে এবং একটিতে জিতেছে কেকেআর। হায়দরাবাদের ঘরের মাঠে মাস্ট উইন ম্যাচে কেন উইলিয়ামসনের দলকে পাঁচ উইকেটে হারিয়ে ছিল দীনেশ কার্তিকের দল।

অন্য দিকে, ইডেন গার্ডেন্সে তারা হেরে ছিল এসআরএইচের কাছে। এই আইপিএলে সানরাইজার্সের বিরুদ্ধে দু'টি ম্যাচে গড়ে কলকাতার রান রেট ৭.৮৯। অন্য দিকে, এসআরএইচের রান রেট ৭.৯৭।
দু'বারের সাক্ষাতেই কলকাতার হয়ে ভাল ব্যাটিং করেছেন ক্রিস লিন। দু'টি ম্যাচে মোট ১০৪ রান করেছেন তিনি। অন্যদিকে, বল হাতে হায়দরাবাদের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স করে নজর টেনেছেন তরুণ পেশার প্রসিদ্ধ কৃষ্ণ। মাস্ট উইন ম্যাচে চারটি উইকেট নেন তিনি।

যে সানরাইজার্স হায়দরাবাদের বোলিং ইউনিট প্রশংসা কুড়িয়েছে গোটা টুর্নামেন্ট, সেই রশিদ-ভবনেশ্বর সমৃদ্ধ বোলিং লাইনআপের শেষ পাঁচ ম্যাচে ডেথ ওভারে ইকোনমি রেট অদ্ভুত ভাবে বেড়ে গিয়েছে। সর্বসাকুল্যে ডেথ ওভারে হায়দরাবাদের বোলারদের ইকোনমি রেট ছিল ৭.৪৯। কিন্তু শেষ পাঁচ ম্যাচে তা বেড়ে দাঁড়িয়েছে ১১.৮৭।

ব্যক্তিগত স্পেলেও ইকোনমি রেট ভাল নয়। ডেথ ওভারে ভুবনেশ্বরের ইকোনমি রেট ছিল ৮.২। কিন্তু তা বেড়ে হয়ে গিয়েছে ১৫.১। সিদ্ধার্থ কলের ৬.৫ থেকে ইকোনমি রেট বেড়ে হয়েছে ৯.৯। সাকিবের ইকোনমি রেট ৭ থেকে বেড়ে হয়েছে ১৩.৫।

এখন দেখার পরিসংখ্যানের বিচারে আদৌ এই ম্যাচে সুবিধা পায় কি না কেকেআর, না কি জিতে সব হিসেব বদলে দেয় সানরাইজার্স হায়দরাবাদ।

English summary
KKR will face SRH in second qualifier of ipl 2018. Both the team is ready for the match. But according to stats kkr is in advantage situation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X