For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে গেলেন শিখর ধাওয়ান, পরিবর্ত পন্থ

ভারতীয় দলে বিরাট ধাক্কা। বাঁ-হাতের বুড়ো আঙুলে চোটের কারণে বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে গেলেন শিখর ধাওয়ান।

  • |
Google Oneindia Bengali News

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেট দলে বিরাট ধাক্কা। বাঁ-হাতের বুড়ো আঙুলে চোটের কারণে টুর্নামেন্ট থেকে একেবারেই ছিটকে গেলেন ওপেনার শিখর ধাওয়ান। বুধবার বাঁ-হাতি ওপেনারের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এখবর জানানো হয়েছে। কভার হিসেবে ইংল্যান্ডে ডেকে পাঠানো তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকেই ধাওয়ানের পরিবর্তে দলে নেওয়া হয়েছে বলে খবর।

বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে গেলেন শিখর ধাওয়ান, পরিবর্ত পন্থ?

ইংল্যান্ডের ক্যানিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অজি পেসার প্যাট কমিন্স ও নাথান কুল্টার নাইলের বলে বাঁ-হাতের বুড়ো আঙুলের একই জায়গায় পর পর চোট পান ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সেই অবস্থাতেই ব্যাট করে তিনি সেই ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরিও করেন। কিন্তু ম্যাচ শেষের পর ডাক্তাররা পরীক্ষা করে জানান, ধাওয়ানের বাঁ-হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছে। তাই বিশ্বকাপের সামনের কয়েকটা ম্যাচ তিনি খেলতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়।

তবু আত্মবিশ্বাসী ধাওয়ান বিশ্বকাপের নক আউট স্টেজে ভারতীয় দলের প্রথম এগারোতে ফের প্রবেশ করতে পারেন, এমনটাই আশা করেছিলেন ক্রিকেট প্রেমীরা। নিজে খেলতে না পারলেও টিম ইন্ডিয়ার প্রতি ম্যাচে ড্রেসিং রুমে সতীর্থদের মনোবল বাড়াতে দেখা যায়। চিড় ধরা আঙুল নিয়ে সন্তর্পনে জিমে গা ঘামাতেও দেখা যায় বাঁ-হাতি ওপেনারকে। সে সব দেখে দশ দিনের মধ্যেই ধাওয়ান প্রথম এগারোতে ঢুকতে পারেন বলেই দাবি করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও সহকারি কোচ সঞ্জয় বাঙ্গার।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Official Announcement 🚨🚨 - <a href="https://twitter.com/SDhawan25?ref_src=twsrc%5Etfw">@SDhawan25</a> ruled out of the World Cup. We wish him a speedy recovery <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> <a href="https://twitter.com/hashtag/CWC19?src=hash&ref_src=twsrc%5Etfw">#CWC19</a> <a href="https://t.co/jdmEvt52qS">pic.twitter.com/jdmEvt52qS</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1141310074939330560?ref_src=twsrc%5Etfw">June 19, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

মঙ্গলবারই ধাওয়ানের চিড় ধরা আঙুলে ফের এক্স-রে করা হয়। তার রিপোর্টে খুব একটা আশাবাদী দেখায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআইকে। বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টের তরফে সাংবাদিক সম্মেলন করে বুধবার জানিয়ে দেওয়া হয়, জুলাইয়ের মাঝামাঝি সময়ের আগে ধাওয়ানের পক্ষে সুস্থ হওয়া সম্ভব নয়। তাই বাঁ-হাতি ওপেনারকে বিশ্বকাপে খেলিয়ে তাঁরা অযথা ঝুঁকি বাড়াতে চান না বলেই জানিয়েছে বিসিসিআই।

বুধবার এই খবর প্রকাশ্যে আসতেই আশা-নিরাশার দোলাচলে ভুগতে থাকেন ভারতীয় ক্রিকেট প্রেমী এবং নেটিজেনরা। বিশ্বকাপ থেকে শিখর ধাওয়ানের ছিটকে যাওয়া যেমন বড় ধাক্কা, তেমনই ভারতীয় দলে ঋষভ পন্থের অন্তর্ভূক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। আবার ধাওয়ানের পরিবর্ত হিসেবে পন্থ যোগ্য কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

English summary
Heart Breaking news, Shikhar Dhawan out of World Cup 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X