For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবে, কোথায়, কখন নামছে প্রিয় নাইটরা, মাইখেল বাংলার পাতায় একনজরে

আইপিএল ১১- য় কেকেআরের সমস্ত ম্যাচের ক্রীড়াসূচি দেখে নিন

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এবার একেবারে ঝকঝকে নয়া অবতারে। পুরোন অধিনায়ক গৌতম গম্ভীর নেই দলে। দলের সদস্যদের মধ্যেও বেশ কিছু নতুন মুখ।

গম্ভীরের নেতৃত্বে দু বার আইপিএল খেতাব ঘরে তুলেছিল কেকেআর এই মরশুমে তাই কার হাতে থাকবে নেতৃত্বের ব্যাটন সেই নিয়েও ছিল প্রশ্ন। জল্পনার শেষে তামিলনাড়ুর উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিককে অধিনায়ক বাছে নাইট থিঙ্কট্যাঙ্ক।

শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় ট্রফিতে ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠেছিল দীনেশ কার্তিকের ব্যাট। শেষ বলে ছয় রান মেরে দেশের ক্রিকেট ফ্যানদের নয়নের মণি হয়ে উঠেছেন তিনি। স্বাভাবিক ভাবেই কেকেআর ফ্যানরা একটু বেশিই খুশি হয়েছেন।

এদিকে কেকেআরে এবার যে বিদেশিদের কিনেছিল তারমধ্যে রয়েছে ক্রিস লিন, মিচেল স্টার্ক। দুজনেই চোটের কারণে শিবিরের চিন্তা বাড়ান। স্টার্ক পুরোপুরিই ছিটকে গিয়েছেন তার বদলে এসেছেন ইংল্যান্ডের টম কুরান। তবে ক্রিস লিন চোট কাটিয়ে শিবিরে যোগ দিয়েছেন। এছাড়া আন্দ্রে রাসেল, সুনীল নারিন রয়েছেন পরীক্ষিত বিদেশি। ঘরের ক্রিকেটারদের মধ্যে কুলদীপ যাদব, রবীন উত্থাপ্পা ও নাইটদের পুরোন সৈনিক।

তবে দলে খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলা মুখ না থাকাটা দীনেশ কার্তিকের বড় চ্যালেঞ্জ হতে পারে। একনজরে নাইট ফ্যানরা ফের একবার ঝালিয়ে নিন কবে কোথায় তাঁদের প্রিয় দলের কী ম্যাচ থাকছে।

রবিবার ৮ এপ্রিল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে কেকেআরের প্রথম ম্যাচ। রাত আটটায় ইডেন গার্ডেন্সে হবে খেলা।

পরের ম্যাচ কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। এপ্রিলের ১০ তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চিদাম্বরম স্টেডিয়ামে রাত আটটায় থাকছে ম্যাচ।

১৪ এপ্রিলের ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ,ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে রাত ৮ টায়। শনিবারের এই ম্যাচের পর আবার সোমবারও ইডেনেই থাকছে কেকেআরের আরও একটি ম্যাচ। দিল্লি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে সেই ম্যাচও থাকবে রাচ আটটায়।

এপ্রিলের ১৮ তারিখ ফের কেকেআরের অ্যাওয়ে ম্যাচ। এদিনের ম্যাচে রাত আটটায় সোয়াই মান সিং স্টেডিয়ামে হবে খেলা। ২১ এপ্রিল শনিবার কেকেআরের প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাব। ইডেন গার্ডেন্স এদিনের ম্যাচ হবে বিকেল চারটেয়।

এপ্রিলের ২৭ তারিখ অর্থাৎ শুক্রবার কেকেআরের ম্যাচ রাত আটটায়। ফিরোজ শাহ কোটলার সেই ম্যাচে প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলস। কেকেআর রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ফিরতি ম্যাচ খেলবে ২৯ এপ্রিল। রাত আটটায় হবে এনকাউন্টার।

মে মাসের ৩ তারিখ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাত আটটায় ম্যাচ ইডেন গার্ডেন্সে। মে-র ৬ তারিখে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ বিকেল ৪ টা। খেলা হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এর তিনদিনেই মুম্বইয়ের বিরুদ্ধে ফিরতি ম্যাচ। ৯ তারিখ ইডেনে খেলা রাত আটটায়।

মে মাসের ১২ তারিখ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বিকেল ৪ টায় হোলকার স্টেডিয়ামে ইন্দোরে। মে মাসের ১৫ তারিখ রাজস্থান রয়ালসের বিরুদ্ধে কেকেআরের হোম ম্যাচ। শনিবার ১৯ মে সানরাইজার্স হায়দরাবদের বিরুদ্ধে রাজীব গান্ধী ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষ করবে তারা।

English summary
Here is the schedule of all the KKR matches of IPL 11 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X