For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন কোন ক্রিকেটার পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সম্মান, দেখুন পুরো তালিকা

বিরাট কোহলি ও রবিচন্দ্রণ অশ্বিন এবছরের সেরা ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথমদিকে রয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক এছাড়া কারা পেলেন এবছরে ভারতীয় বোর্ডের সম্মান।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৯ মার্চ : ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও রবিচন্দ্রণ অশ্বিন এবছরের সেরা ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথমদিকে রয়েছেন। গত মরশুমের পর এই মরশুমেও নিজেদের পারফরম্যান্স দিয়ে দলকে জিতিয়ে চলেছেন এই দুই খেলোয়াড়। বিসিসিআই অ্যাওয়ার্ডস নাইটে তাই সম্মানিত করা হল এই সময়ের দুই সেরা তারকাকে।

২০১৫-১৬ মরশুমে সেরা আন্তর্জাতিক খেলোয়াড় হিসাবে পলি উমরিগর অ্যাওয়ার্ড পেলেন বিরাট কোহলি। এই প্রথম কোনও ভারতীয় খেলোয়াড় তিনবার এই পুরস্কার পেলেন। যা একটি রেকর্ড।

কোন কোন ক্রিকেটার পেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষ সম্মান, দেখুন পুরো তালিকা

কোহলির মতোই রবিচন্দ্রণ অশ্বিন এই মরশুমে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজে অসাধারণ পারফরম্যান্সের জন্য সিকে নাইডু পুরস্কার পেয়েছেন এই অফস্পিনার। ক্যারিবিয়ান দ্বীপে চার টেস্টে ১৭টি উইকেট নেন অশ্বিন। যার মধ্যে ৮৩/৭ উইকেটও রয়েছে।

একনজরে দেখে নেওয়া যাক কারা পেলেন এবছরে ভারতীয় বোর্ডের সম্মান

কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : রাজিন্দর গোয়েল, পদ্মাকর শিভালকর

বিসিসিআই লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর উইমেন : শান্তা রঙ্গস্বামী

বিসিসিআই স্পেশাল অ্যাওয়ার্ড : ভিভি কুমার, রমাকান্ত দেশাই (প্রয়াত)

পলি উমরিগর অ্যাওয়ার্ড : বিরাট কোহলি

দিলীপ সারদেশাই অ্যাওয়ার্ড (ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেরা ক্রিকেটার) : রবিচন্দ্রণ অশ্বিন

লালা অমরনাথ অ্যাওয়ার্ড (রঞ্জি ট্রফি ২০১৫-১৬ মরশুমে সেরা অলরাউন্ডার) : জলজ সাক্সেনা (মধ্যরপ্রদেশ)

লালা অমরনাথ অ্যাওয়ার্ড (২০১৫-১৬ মরশুমে সীমিত ওভারের ক্রিকেটে সেরা অলরাউন্ডার) : অক্সর প্যাটেল (গুজরাত)

মাধবরাও সিন্ধিয়া অ্যাওয়ার্ড (রঞ্জি ট্রফি ২০১৫-১৬ মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহকারী) : শ্রেয়স আইয়ার (মুম্বই)

মাধবরাও সিন্ধিয়া অ্যাওয়ার্ড (রঞ্জি ট্রফি ২০১৫-১৬ মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারী) : শাহবাজ নাদিম (ঝাড়খণ্ড)

এমএ চিদাম্বরম ট্রফি (অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী) : জয় বিস্ত (মুম্বই)

এমএ চিদাম্বরম ট্রফি (অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফিতে সর্বোচ্চ উইকেট শিকারী) : সত্যজিৎ বাছাব (মহারাষ্ট্র)

এনকেপি সালভে অ্যাওয়ার্ড (অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফি ২০১৫-১৬ সালের সর্বোচ্চ স্কোরার) : আরমান জাফর (মুম্বই)

এনকেপি সালভে অ্যাওয়ার্ড (অনূর্ধ্ব ১৯ কোচ বিহার ট্রফি ২০১৫-১৬ সালের সর্বোচ্চ উইকেট শিকারী) : নিনাদ রথবা (ভদোদরা)

রাজ সিং দুঙ্গারপুর অ্যাওয়ার্ড (অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ২০১৫-১৬ সালের সর্বোচ্চ স্কোরার) : অভিষেক শর্মা (পাঞ্জাব)

রাজ সিং দুঙ্গারপুর অ্যাওয়ার্ড (অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ২০১৫-১৬ সালের সর্বোচ্চ উইকেট শিকারী) : অভিষেক শর্মা (পাঞ্জাব)

জগমোহন ডালমিয়া অ্যাওয়ার্ড (সেরা সিনিয়র মহিলা ক্রিকেটার ২০১৫-১৬) : মিতালি রাজ (রেলওয়েজ)

জগমোহন ডালমিয়া অ্যাওয়ার্ড (সেরা জুনিয়র মহিলা ক্রিকেটার ২০১৫-১৬) : দীপ্তি শর্মা (উত্তরপ্রদেশ)

ঘরোয়া ক্রিকেটে সেরা আম্পায়ার : নিতিন মেনন

বিসিসিআই ঘরোয়া প্রতিযোগিতায় সেরা পারফরম্যান্স : মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন

English summary
Team India skipper Virat Kohli and star spinner Ravichandran Ashwin were honoured for their phenomenal run of form through the season in the BCCI Awards Night.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X