For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা কোয়ারেন্টাইনে বিরাট কোহলিকে পার্টনার হিসেবে চান এই ক্রিকেটার

করোনা কোয়ারেন্টাইনে বিরাট কোহলিকে পার্টনার হিসেবে চান এই ক্রিকেটার

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ধীরে ধীরে লক ডাউনের পথে হাঁটছে পৃথিবী। ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশ নিজেদের লকডাউন করে নিয়েছে। করোনার সংক্রমণ যাতে না বাড়ে সেই জন্যেই এই পদক্ষেপ নিচ্ছে একাধিক দেশ। সেই সঙ্গে প্রতিটি দেশ তাঁদের নাগরিকদের আপাতত কিছুদিন আইসোলেশনে যাওয়ার জন্য অনুরোধ রেখেছে। ভারতেও চলছে আইসোলেশন পর্ব। যার প্রথম পদক্ষেপে আজ রবিবার জনতা কাউফিয়ে সাধারণ নাগরিকরা নিজেদের গৃহবন্দি করে রেখেছেন।

আইসিসির অভিনব টুইট

এই পরিস্থিতিতে ক্রিকেট বন্ধ থাকায় ক্রিকেটাররাও গৃহবন্দি রয়েছেন। আর ক্রিকেটারদের নিয়েই এবার অভিনব আইসোলেশন গেম শুরু করেছে আইসিসি। সেখানে ক্রিকেটারদের জন্মের মাসের উপর নির্ভর করে কোনও ক্রিকেটার তাঁর পছন্দের ক্রিকেটারকে আইসোলেশন পর্বের জন্য পেতে পারে।

তালিকায় কারা রয়েছেন

তালিকায় কারা রয়েছেন

জানুয়ারির স্লটে রয়েছেন রিকি পন্টিং, ফেব্রুয়ারির স্লটে রয়েছেন বিরাট কোহলি, মার্চে রয়েছেন মিসবা উল হক, এপ্রিলে রয়ছেন আন্দ্রে রাসেল, মে মাসে রয়েছেন ব্রেন্ডন টেলার, জুনে কুমার সাঙ্গাকারা, জুলাইয়ে তামিম ইকবাল, অগাস্টে বেন স্টোকস, সেপ্টেম্বরে পল স্টিরলিং, অক্টোবরে কেন উইলিয়ামসন, নভেম্বরে রশিদ খান, ডিসেম্বরে ফ্যাফ ডুপ্লেসি

হার্সল গিবসের টুইট

সেই হিসেবে হার্সল গিবসের জন্মমাস ফেব্রুায়ারি (২৩ ফেব্রুয়ারি) হওয়ায় তাঁর আইসোলেশন পার্টনার হচ্ছেন বিরাট কোহলি। টুইটে সেটাই জানিয়েছেন হার্সল গিবস।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত কত

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত কত

বিশ্বে এখনও পর্যন্ত ৩ লক্ষের বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ১৩ হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। যেখানে ৯৫ হাজারের বেশি মানুষ ভাইরাসের আক্রমণ থেকে বেঁচে ফিরেছেন।

English summary
Herschelle Gibbs picks Virat kohli as his quarantine partner
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X