For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জানেন কী, এই মুহূর্তে ২২টি ব্র্যান্ড এনডোর্স করছেন রোহিত শর্মা, বার্ষিক আয়ের পরিমাণ জানলে অবাক হবেন

কেরিয়ারে ২০১৯ সালটা দারুণ গিয়েছে রোহিত শর্মার। অধিনায়ক হিসেবে চতুর্থবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেন। এরপর ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রেকর্ড সংখ্যক পাঁচ পাঁচটি শতরান হাঁকান।

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারে ২০১৯ সালটা দারুণ গিয়েছে রোহিত শর্মার। অধিনায়ক হিসেবে চতুর্থবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করেন। এরপর ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে রেকর্ড সংখ্যক পাঁচ পাঁচটি শতরান হাঁকান। টেস্টে ওপেনিংয়ের সুযোগ পেয়ে এরপর ভাইজ্যাকে দুই ইনিংসে শতরান ও রাঁচি টেস্ট দ্বিশতরান। ব্যাটে হিটম্যানের এই সাফল্যে বিজ্ঞাপন জগতে তরতর করে তাঁর বাজারমূল্য বেড়েছে। যার ফলস্বরূপ এখন ২২টি ব্র্যান্ডের এনডোর্সমেন্টের সঙ্গে জড়িয়ে রয়েছেন রোহিত। বছরে বিজ্ঞাপন থেকে রোহিতের উপার্জন প্রায় ৭৫ কোটি টাকা।

রোহিতের ব্র্যান্ড ভ্যালু

রোহিতের ব্র্যান্ড ভ্যালু

২০১৮ সালে ১২টি পণ্যে বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত ছিলেন হিটম্যান। ২০১৯ এর সাফল্যের পর এবছর আরও দশটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। সব মিলিয়ে সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২টিতে। মার্কেট গবেষকদের মতে, গত বছরের চেয়ে রোহিতের চাহিদা বৃদ্ধির হার দারুণ। বিজ্ঞাপন জগতে রোহিতের চাহিদা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 ব্র্যান্ড এনডোর্সমেন্টে রোহিতের আগে শুধু বিরাট ও ধোনি

ব্র্যান্ড এনডোর্সমেন্টে রোহিতের আগে শুধু বিরাট ও ধোনি

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এই মুহূর্তে ব্র্যান্ড ভ্যালুতে ভারতীয় সীমিত ওভারের অধিনায়ক রোহিতের উপরে রয়েছেন শুধু বিরাট ও ধোনি। চার বছরেরও বেশি সময় ধরে রোহিতের কর্মাশিয়াল ডিল দেখছেন যিনি, সেই নিখিল বার্দিয়া বলেছেন, 'মাঠে রোহিতের সাফল্যই মাঠের বাইরে ওর ব্র্যান্ডভ্যালু আরও বাড়িয়ে দিচ্ছে। '

একনজরে ব্র্যান্ড ভ্যালুতে কোহলি, রোহিত, ধোনির তুলনা

একনজরে ব্র্যান্ড ভ্যালুতে কোহলি, রোহিত, ধোনির তুলনা

মার্কেট বিশ্লেষকের পরিসংখ্য়ান অনুযায়ী, বিরাট কোহলি এখন ২৫টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। রোহিত ২২টি ও ধোনি ১২টি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত।এর সঙ্গে ধোনি নিজের ব্যক্তিগত কিছু ব্র্যান্ডের পণ্যের সঙ্গে যুক্ত রয়েছেন।

English summary
Hitman Rohit Sharma has great brand value, endorses 22 brands, set to earn nearly 75 crore a year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X