For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ক্রিকেট গড়াপেটা! দোষী সাব্য়স্ত হংকং-এর পাক বংশোদ্ভুত ৩ ক্রিকেটার

সম্প্রতি এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে খেলা হংকংয়ের স্পিনার নাদিম আহমেদ এবং আরও দুই ক্রিকেটারকে আইসিসি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

  • |
Google Oneindia Bengali News

আইসিসির অ্যান্টি কোরাপশন কোডের আওতায় ২০১৪ সালে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অভিয়োগে দোষী সাব্যস্ত হলেন হংকংয়ের ৩ ক্রিকেটার। তাদের মধ্যে অন্য়তম বাঁহাতি স্পিনার নাদিম আহমেদ। সদ্য সমাপ্ত এশিয়া কাপে তিনি ভারতের বিরুদ্ধে খেলেছিলেন। বাকি ২ জন হলেন নাদিমের ভাই ইরফান আহমেদ ও হাসিব আমজাদ। ৩ জনই পাকিস্তানি বংশোদ্ভুত।

ফের ক্রিকেট গড়াপেটা! দোষী সাব্য়স্ত হংকং-এর পাক বংশোদ্ভুত ৩ ক্রিকেটার

ইরফান ও হাসিব দীর্ঘদিনই হংকংয়ের দাতীয় দলের বাইরে রয়েছেন। ইরফান শেষ খেলেছএন ২০১৪ সালে আর হাসিব ২০১৬-তে। কিন্তু নাদিম বর্তমান হংকং জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এশিয়া কাপ ২০১৮-তে ভারতের বিরুদ্ধে তিনি ১০০ ওভার বল করেন। কোনও উইকেটে না পেলেও মাত্র ৩৯ রান দিয়েছিলেন তিনি।

গড়াপেটা কাণ্ডে সবচেয়ে বেশই বিপাকে পড়লেন অবশ্য তাঁর ভাই ২৮ বছরের ইরফান। তাঁকে আইসিসির ৯টি নির্দিষ্ট ধারায় দোষী সাব্য়স্ত করা হয়েছে। ২০১৪ সালে স্কটল্যান্ড ও কানাডার বিরুদ্ধে দুটি ম্যাচে তিনি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। বুকিরা অর্থের টোপ ফেললে তা তিনি আইসিসিকে জানাননি।

২০১৪ সালেই জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ম্যাচে তিনি অর্থের বিনিময়ে ইচ্ছাকৃত খারাপ খেলেন। ২০১৫ সালে আইসিসি ওয়ার্লড টি২০ কোয়ালিফায়ার ও ২০১৬ সালের মূল পর্বেও দুটি ম্যাচে তিনি গড়াপেটায় জড়িত ছিলেন। তাঁকে ২০১৬ সালেই ইরফানকে সাসপেন্ড করেছিল আইসিসি।

নাদিম ও হাসিব বিরুদ্ধে ৫টি ধারায় অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে তাঁরাও স্কটল্যান্ড ও কানাডার বিরুদ্ধে ২০১৪ সালের ম্যাচে ফিক্সিংয়ে জড়িত ছিলেন।

English summary
Hong Kong spinner Nadeem Ahmed, who played against India recently in Asia Cup and other 2 cricketers are charged by ICC for match-fixing.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X