For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা রুখতে ২১ দিনের লকডাউন, সৌরভ-সানা-ডোনার সময় কীভাবে কাটছে জানুন

করোনা রুখতে ২১ দিনের লকডাউন, সৌরভ-সানা-ডোনার সময় কীভাবে কাটছে জানুন

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। স্তব্ধ জনজীবন। লকডাউনের আজ ষষ্ঠ দিন। লকডাউনে গৃহবন্দি বিসিসিআই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ সহ তাঁর পরিবারের সবাই এখন লকডাউন হয়ে গৃহবন্দি। একনজরে দেখে নেওয়া যাক কী করে সময় কাটছে সৌরভের।

ব্যস্ততা নেই , নেই কোনও বৈঠক!

ব্যস্ততা নেই , নেই কোনও বৈঠক!

ক্রিকেট কেরিয়ারে দেশ-বিদেশ সফর, কিটব্যাগ কাঁধে চাপিয়ে প্রতিদিনের প্রস্তুতি। বাড়ি থাকার খুব একটা সময় হত না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। পরে ক্রিকেটার থেকে যখন প্রশাসক হয়েছেন, তখনও চূড়ান্ত ব্যস্ততা। ক্রিকেট সংক্রান্ত প্রতিদিনের বৈঠক নিয়মে পরিণত হয়। আর এখন বিসিসিআই সভাপতি হওয়ার পর দায়িত্ব কয়েকগুণ বেড়েছে বলে সৌরভ একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন। ২৪ এর বদলে আরও বেশি ঘন্টায় দিন হলে, কুলিয়ে উঠতে পারতেন বলেও মহারাজ অভিযোগ করেছেন। এখন অবশ্য তাঁর কোনও ব্যস্ততা নেই।

গল্প-খাওয়া দাওয়াতেই সময় কাটাচ্ছেন মহারাজ

গল্প-খাওয়া দাওয়াতেই সময় কাটাচ্ছেন মহারাজ

করোনার কারণে ক্রিকেট বদ্ধ। মারণ ভাইরাস রুখতে দেশজুড়ে ২১ দিন লকডাউন। ১৫ এপ্রিল পর্যন্ত বোর্ডের অন্দরের কাজ ওয়ার্ক ফর্ম হোম হলেও সেভাবে কোনও বৈঠক হচ্ছে না। ফলে বাড়িতে গৃহবন্দি হয়ে পরিবারকে সময় দিচ্ছেন সৌরভ। পরিবার সূত্রে জানা গিয়েছে সিনেমা দেখা ছাড়া বাড়িতে সবার সঙ্গে আড্ডা দিতে বেশ ব্যস্ত হয়ে পড়েছেন বিসিসিআই সভাপতি। বেহালায় সৌরভের বাড়িতে এখন আচমকাই ছুটির আমেজ! বাড়ির বাইরে বেরোনা পুরোপুরি বন্ধ হওয়ার কারণে গল্প-খাওয়া দাওয়াতেই সময় কাটাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

নাচের ক্লাস মিস করছেন ডোনা

নাচের ক্লাস মিস করছেন ডোনা

এক সাক্ষাৎকারে সৌরভের গৃহিনী ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, করোনার কারণে এখন পরিবারের সবাই গৃহবন্দি। পরিচিত রুটিনের ব্যস্ততা নেই। নাচের অনুষ্ঠান, ক্লাব সবই এখন বাতিল হয়েছে। সেজন্যে নাচকে মিস করছেন বলে ডোনা গঙ্গোপাধ্যায় উল্লেখ করেছেন। সময় কাটাতে সিনেমা, সাঁতার ও ব্যক্তিগত নাচের চর্চার ধরে রেখেছেন ডোনা। সেই সঙ্গে জীবনে এই প্রথম এমন লকডাউনের পরিস্থিতি দেখছেন বলে তিনি জানিয়েছেন।

কীভাবে সময় কাটাচ্ছেন সানা

কীভাবে সময় কাটাচ্ছেন সানা

সৌরভ কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের আইএসসি পরীক্ষা শেষ হয়েছে। ১১ মার্চ সানার পরীক্ষা শেষ। এবার উচ্চশিক্ষার জন্য সানাকে বিদেশে পড়তে পাঠানের পরিকল্পনা নিয়েছেন সৌরভ-ডোনার। বিদেশে একা থাকার ক্ষেত্রে, একাই রান্না করে খেতে হবে। এই পরিস্থিতিতে তাই লকডাউনে সানাকে বেশ কিছু রান্না শিখিয়ে দিচ্ছেন বলে ডোনা গঙ্গোপাধ্যয় জানিয়েছেন।

English summary
How Bcci President Sourav Ganguly and his family spending time in 21 day Lockdown to fight against Corona
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X